নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ পূর্বোত্তর পর্ষদের প্লেনারি মিটিং আগামীকাল শিলংয়ে শুরু হচ্ছে৷ চলবে ২৭ মে পর্যন্ত৷ দুই দিনের ঐ বৈঠকে প্রথম দিনে বৃহস্পতিবার দুটি বিষয়ে আলোচনা হবে৷ এগুলি হচ্ছে ‘জীবিকা’ এবং ‘শিল্পোদ্যোগ’৷ এই অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করবেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী৷ কৃষি, গ্রামোন্নয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ, বস্ত্র, যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য সহ বিভিন্ন মন্ত্রকের মন্ত্রীরা এই উক্ত দুটি বিষয়ে আলোচনায় অংশ নেবেন৷
ডোনার মন্ত্রী জীতেন্দ্র সিং আগামীকালের এই প্লেনারি সেশনের পৌরোহিত্য করবেন৷ পূর্বোত্তর পর্ষদের ২০১৬-১৭ এর খসড়া বার্ষিক পরিকল্পনাও এদিন অনুমোদন করা হবে৷ এদিকে দ্বিতীয় প্লেনারি সেশানে এই অঞ্চলের সড়ক পরিবহণ, রেলওয়ে, বিমান পরিষেবা, শক্তি, পর্যটন এবং মানব সম্পদ উন্নয়ন সহ কৃষি বিষয়ে আলোচনা হবে৷ অন্যদিকে ২৭ মে তৃতীয় প্লেনারী সেশানে স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রক, পানীয় জল ও স্বাস্থ্য বিষয়ক মন্ত্রকের মন্ত্রীরা আলোচনায় অংশ নেবেন৷ ঐদিন সকালে একটি ম্যারাথন র্যালিও অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে৷
2016-05-26

