নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : হাসপাতালে থেকে ছাড়া পেলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ তিন সপ্তাহ পর রবিবার সকালে এইমস থেকে বাড়ি ফেরেন তিনি৷ বুকে ব্যথা ও জ্বর নিয়ে গত ২৫ এপ্রিল হাসপাতালে ভরতি হন ৬৪ বছরের সুষমা৷ হাসপাতালের কার্ডিও-নিউরো সেন্টারে চিকিৎসা চলছিল তাঁর৷
এইমসের চিকিৎসক এমসি মিশ্রা জানিয়েছেন, চিকিৎসকদের টিম পরীক্ষার করে দেখার পরই আজ সুষমা স্বরাজকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন৷ নিউমোনিয়া ও সংক্রমণের চিকিৎসা চলছিল তাঁর৷ চিকিৎসকদের বিশেষ দল তাঁর দেখভাল করছিলেন৷ চিকিৎসকরা তাঁকে সুস্থ বলে সার্টিফিকেট দেওয়ার পরই বাড়ি ফেরেন সুষমা৷হিন্দুস্থান
2016-05-15
