BRAKING NEWS

১৯৯৩ রাজধানী এক্সপ্রেস বিস্ফোরণ : অভিযুক্ত ৪ জনকে বেকসুর খালাস করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): অবশেষে এল রায়| ১৯৯৩ সালে রাজধানী এক্সপ্রেস বিস্ফোরণের মামলায় চার জনকে বেকসুর খালাস করল সুপ্রিম কোর্ট| ৱুধবার এই মামলায় অভিযুক্ত ১৬ জনের মধ্যে চারজনকে বেকসুর খালাস করে বিচারপতি এফএমএল কালিফুল্লা এবং ইউইউ ললিতের বেঞ্চ| অভিযুক্তদের পক্ষ থেকে মামলাটি লড়ছিলেন সঞ্জয় হেগড়ে, আরএস সোধি, রত্নাকর দাশ এবং আইনজীবী নিত্য রামকৃষ্ণ| সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর পক্ষ থেকে সওয়াল-জবাব করেন আইনজীবী পিকি দে| বাবরি মসজিদ ধ্বংসের এক বছর পর ১৯৯৩ সালের ডিসেম্বর মাসে বিস্ফোরণ ঘটানো হয় রাজধানী এক্সপ্রেসে| ২০০৪ সালে টাডা আদালত এই ঘটনায় ১৬ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শোনায়| এরপরই সপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *