নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ গোর্খাবস্তিতে মঙ্গলবার ভয়াবহ অগ্ণিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেয়েছে স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়৷ জানা যায়, অফিস সংলগ্ণ এলাকায় বিদ্যুৎ ট্রান্সফরমার থেকে অগ্ণিকান্ডের সূত্রপাত হয়৷ সঙ্গে সঙ্গে দমকলবাহিনীকে খবর পাঠানো হয়৷ দমকলের দুটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন আয়ত্ত্বে আনে৷ জানা যায়, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য আধিকারিক কার্যালয় সংলগ্ণ এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমারটি বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ প্রায় সময়ই ট্রান্সফরমারে আগুন ধরে যায়৷ বিষয়টি স্থানীয় জনগণ সহ স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের পক্ষ থেকেও একাধিকবার বিদ্যুৎ নিগমের অফিসকে জানানো হয়৷ কিন্তু এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা কোন গ্রহণ করা হয়নি৷ সে কারণেই আজ বিদ্যুতের ট্রান্সফরমার থেকে অগ্ণিকান্ড ঘটেছে৷ এই ঘটনার জন্য বিদ্যুৎ নিগমের খামখেয়ালিপনাকেই দায়ী করেছেন অনেকেই৷ শুধু গোর্খাবস্তিতে নয় বিভিন্ন স্থানে এধরনের খামখেয়ালিপনার ঘটনা অব্যাহত রয়েছে৷ এধরনের খামখেয়ালিপনার কারণে প্রাণহানি সহ বড় ধরনের অঘটন ঘটে যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ বিদ্যুৎ নিগমকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি৷ অন্যথায় এর জন্য চরম মাশুল গুনতে হতে পারে৷
2016-05-11

