মুঙ্গিয়াকামীতে যুবকের আত্মহত্যা

suicideনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ মে৷৷ ফাঁসি দিয়ে আত্মহত্যা করল এক উপজাতি যুবক৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানার ৩৬ মাইল এলাকায় বুধবার রাতে৷ খবরে জানা গেছে, মুঙ্গিয়াকামী থানাধীন  ৩৬ মাইল এলাকার বাসিন্দা রাজেন্দ্র দেববর্মার ছেলে রাজেশ দেববর্মা বুধবার রাতে ঘরে ফেরেনি৷ রাতে রাজেশের পরিবারের লোকজন অনেক খোঁজাখঁুজি  করেও কোনো হদিশ  না পেয়ে রাজেন্দ্র দেববর্মা তার ছেলের নিখোঁজের খবর জানায় মুঙ্গিয়াকামী থানায়৷  এদিকে প্রতিবেশীরা ঝুলতে দেখে থানায় খবর  পাঠায় বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ৷ পুলিশ ঘটনাস্থলে এসে রাজেশ দেববর্মা মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য৷ জানা গেছে, মৃত রাজেশ  পেশায় শ্রমিকের কাজ করত৷ পরিবারে অশান্তি ছিল তার নিত্যসঙ্গী৷ এই অশান্তি থেকে পরিত্রাণ পেতে সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে৷ পরে ময়না তদন্তের পর বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ রাজেশের  মৃতদেহ তার পরিজনদের হাতে তুলে দেয়৷ এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷