BRAKING NEWS

অবিরাম বৃষ্টিতে পাহাড়ি জেলায় বিধ্বস্ত রেল ও সড়কপথ, ময়দানে গোর্খা রাইফেলস

হাফলং, ২৬ এপ্রিল, (হি.স.) : প্রায় দশদিনের অবিরাম হালকা ও ভারি বৃষ্টির ফলে বিপর‌্যস্ত হয়ে পড়েছে গোটা ডিমা হাসাও জেলার জনজীবন| হাফলং-শিলচর এবং হাফলং-লামডিং সড়কপথের নানা স্থানে ধস পড়া, ভগ্ন সেতু ও বেহাল রাস্তার দরুন যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে| যোগাযোগের একমাত্র মাধ্যম রেল পরিষেবাও পর‌্যাপ্ত নয়| সময় সময় ভূমিস্খলনে ট্রেন বাতিল, পরবর্তীতে ফের তা চলাচল করলেও নতুন ব্রডগেজ এই লাইনে ঝুঁকি নিয়ে চলছে গাড়ি| ২০ ও ২৪ তারিখে ডিটেকছড়া এবং সর্বশেষে ২৫ তারিখ রাত প্রায় ১.৫০ মিনিট নাগাদ মাহুর-ফাইডিঙের মধ্যবর্তী রেলট্র‌্যাকে ধস পড়লে রেল চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে|
প্রাকৃতিক এই দুর‌্যোগের সময় অবশ্য রেল প্রশাসন এবং সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে ১০৭ ইনফেনট্রি ব্যাটালিয়ন (টিরিটরিয়াল আর্মি) ১১ গোর্খা রাইফেলস| নিউ হাফলং-ডিটেকছড়া এবং মাহুর-ফাইডিঙের মধ্যবর্তী যে সব জায়গায় ভূমিস্খলন ঘটেছিল, সেইসব ধস সারাইয়ে রেলকর্মীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গোর্খা জওয়ানরা| গত রবিবার রাতে ডিটিকছড়া-বান্দরখালের মধ্যবর্তী এলাকায় নয়াদিল্লি-শিলচর ডাউন পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের ইঞ্জিনের চাকা লাইনচু্যত হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান গোর্খা রাইফেলসের জওয়ানরা| ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলকর্মীদের সঙ্গে ট্র‌্যাক সারাইয়ে তাঁরাও হাত মেলান| আটকে পড়া যাত্রীদের জল এবং হালকা খাবারও পরিবেশন করেন জওয়ানরা| বর্তমানে ধসপ্রবণ এলাকাগুলিতে শিবির পেতে রয়েছেন গোর্খা রাইফেলসের জওয়ানরা|
এদিকে, হাফলং-শিলচর সড়কপথের বেশ কয়েকটি জায়গায় ধস নামায় আটকে পড়েছেন বহু মানুষ| তাঁদের সহযোগিতার জন্যও এগিয়ে এসেছে গোর্খা রাইফেলস| মিয়াংক্রো এবং হারাঙ্গাজাওয়ে নিজেদের ক্যাম্পে ধসে আটকে পড়া ছয়টি পরিবারকে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে রাইফেলস| সড়কপথে যান চলাচল স্বাভাবিক না-হওয়া পর‌্যন্ত এই ছয়টি পরিবারকে নিজেদের শিবিরেই রাখবেন সেনাকর্তৃপক্ষ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *