নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের চোখে জল । রবিবার একটি সম্মেলনে বিচারপতির বিপুল পরিমাণ শূন্যপদ পূরণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে কেঁদে ফেললেন তিনি।মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানে বিচারপতি টিএস ঠাকুর বলেন, ‘এই আবেদন দেশের উন্নয়নের কথা ভেবেই। সেইজন্যই বারবার এই প্রসঙ্গে তুলে আনি। শুধুমাত্র বিচারব্যবস্থার উপরেই সব দোষ দিতে পারেন না আপনি। গোটা বিশ্বের তুলনায় আমাদের পারফর্ম্যান্স দেখুন।’ প্রধানমন্ত্রী যা কিছু চান, যেমন এফডিআই, মেক ইন ইন্ডিয়া, এই সব কিছুকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও বিচারপতি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।তিনি আরও বলেন, বিদেশের বিচারকেরা অবাক হয়ে যান ভারতীয় বিচারকদের ক্ষমতা দেখে। গড়ে প্রত্যেক বিচারপতিকে অন্তত ২৬০০ মামলা দেখতে হয় বলে জানিয়েছেন টিএস ঠাকুর। যেখানে বিদেশে এক একজন ৮১ টির বেশি মামলা দেখেন না।-
2016-04-24