এবার মালিয়ার পাসপোর্ট বাতিল করল কেন্দ্র

vijoy maliaনয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : লিকার ব্যারন বিজয় মালিয়ার পাসপোর্ট বাতিল করল কেন্দ্র। রবিবার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র টুইটারে জানিয়েছেন, এ ব্যাপারে মালিয়ার যাবতীয় বক্তব্য খতিয়ে দেখার পর তাঁর পাসপোর্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে সাহায্য না করার জন্য গত কয়েকদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিদেশ মন্ত্রকের কাছে বিজয় মালিয়ার পাসপোর্ট বাজেয়াপ্ত করার আবেদন করে। তিন তিনবার শমন পাঠানোর পরেও ইডির সামনে হাজিরাও দেননি তিনি। এমনকী দিনকয়েক আগে সুপ্রিম কোর্ট দেশে বিদেশে তাঁর সম্পত্তির খতিয়ান চাইলে মালিয়া জানিয়ে দেন, যেহেতু তিনি অনাবাসী ভারতীয় তাই বিদেশের মাটিতে তাঁর সম্পত্তির পরিমাণ আদালতকে জানাতে তিনি বাধ্য নন। বিদেশ মন্ত্রক জানায়, মালিয়াকে দেশে ফিরিয়ে এনে তাঁকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে সব রকম চেষ্টা চালাবে তারা। এরপর আজকের পাসপোর্ট বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত।
উল্লেখ্য, নানা মামলায় জর্জরিত মালিয়া পুলিশের হাত থেকে বাঁচতে মাসখানেক ধরে বিদেশে গা ঢাকা দিয়েছেন। বিভিন্ন ব্যাংক থেকেও ৯,০০০ কোটি টাকারও বেশি অনাদায়ী ঋণ নেওয়ার মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *