নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ নতুন মোড়কে প্রদেশ কংগ্রেস কমিটি কমিটি সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ অবশ্য বিরোধী দলনেতার পদ থেকে সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস কার্যকরী সভাপতির পদ থেকে আশীষ কুমার সাহা এবং যুব কংগ্রেস সভাপতির পদ থেকে সুশান্ত চৌধুরী সহ বিভিন্ন ব্লকের সভাপতি, সহ-সভাপতিদের পদত্যাগে দলে বিদ্রোহ যেভাবে ক্রমশ বাড়ছে তাতে আপাতত লাগাম ধরতেই এই কৌশল নেওয়া হচ্ছে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে পিসিসি সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা দলের অস্বস্তি আড়াল করেই জানিয়েছেন সারা রাজ্যে ব্লক স্তরে দলকে আরো মজবুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যারা অচল হয়ে পড়েছেন তাঁদের ছাটাই করা হবে বলে তিনি বার্তা দিয়েছেন৷
[vsw id=”3o1Fl0D5wgk” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিন পিসিসি সভাপতি স্পষ্ট জানিয়েছেন, শীঘ্রই হাইকমান্ডের সম্মতিতে নতুন কমিটি গঠন করা হবে৷ প্রয়োজনে শাখা সংগঠনগুলোও বদল করা হবে৷ তাতে দলে বিদ্রোহীদের জন্য এক টুকরো জমিও ছাড়তে নারাজ তিনি তাই প্রকাশ পেয়েছে৷
এদিন পিসিসি সভাপতি আরো জানিয়েছেন দলের শক্তিবৃদ্ধির লক্ষ্যে আগামী ১৪ মে থেকে তিনদিনের দলের নেতৃত্বদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে৷ তাতে রাজ্যের প্রত্যেক বিধানসভা কেন্দ্রের ৫ জন করে নেতা অংশগ্রহণ করবেন৷ প্রত্যেকেই এই শিবিরে রাজ্যের বর্তমান পরিস্থিতি বিচার করে ভবিষ্যৎ কর্মসূচী নিয়ে আলোচনা করবেন৷ এরই পাশাপাশি প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে এক জন করে মহিলা নেত্রী অংশগ্রহণ করতেই হবে তিনি বার্তা দিয়েছেন৷ এদিন তিনি আরও জানিয়েছেন এনএসইউআই, যুব কংগ্রেস, সেবা দল এবং মহিলা কংগ্রেসেও পরিবর্তন করার জন্য এআইসিসি’র কাছে অনুমতি চাওয়া হয়েছে৷
এদিকে, চিটফান্ড সংস্থাগুলির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে রাজ্যের সমস্ত ক্ষতিগ্রস্থ আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য কে সময়সীমা বেঁধে দিয়েছে প্রদেশ কংগ্রেস৷ এদিন, পিসিসি সভাপতি জানিয়েছেন রাজ্য সরকার চিটফান্ড সংস্থাগুলির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে আগামী একমাসের মধ্যে রাজ্যের সমস্ত আমানতকারীদের অর্থ ফিরিয়ে না দিলে প্রত্যেক জেলাশাসক অফিসের সামনে গণধর্না প্রদর্শন করা হবে৷ এদিকে, পাঁচজন ব্লক কংগ্রেস সভাপতি নতুন ভাবে নিযুক্ত করা হয়েছে৷ সেই সঙ্গে দুটি জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি নিযুক্ত করা হয়েছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পাবিয়ছড় ব্লক কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে অশিত দেবকে, তেলিয়ামুড়ায় নিতিন কুমার সাহা, কৃষ্ণপুরে সান্তু ভট্টাচার্য, কল্যাণপুরে সুভাষ ভৌমিক, পেঁচারথলে দেবব্রত পাল চৌধুরী এবং রাজনগর ব্লক কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে উত্তম দত্তকে৷ অন্যদিকে, সদর জেলা কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে নারায়ণ দত্তকে এবং বিলোনীয়া জেলা কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে শ্যামল মজুমদারকে৷
2016-04-21