নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ আবারও ন্যাক্কারজনক ঘটনা গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ণ আম্বেদকর আদর্শ উচ্চ বিদ্যালয়ে৷ এক গুণধর শিক্ষক হগব নেতা বলে পরিচিত উত্তম চক্রবর্তী নবম শ্রেণীর এক ছাত্রীকে সুকলের মধ্যেই শ্লীলতাহানি এবং ধর্ষিতা৷ অন্যান্য ক্লাসের ছাত্ররা খবর পেয়ে তাকে বিদ্যালয়ে আটক করে অভিভাবকদের ডেকে এনে উত্তম মধ্যম এবং বেধড়ক মারধর শুরু করে৷ সে গুণধর শিক্ষক প্রায় সময়েই ছাত্রীদের দেখলে লালসা করতে থাকে৷ তাকে কয়েকবার বারণও করা হয়৷ অবশেষে সোমবার এক ছাত্রীকে শরীরের বিভিন্ন অংশে স্পর্শ এবং ধর্ষণের চেষ্টা চালালে তাকে আটক করে৷ যার ফলে এলাকায় ভীষণ উত্তেজনা দেখা দেয়৷ জানা যায়, বিদ্যালয় ছুটি হওয়ার পর তাকে কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা এবং ধর্ষণ করে বলে অভিযোগ৷
2016-04-20
