বামাল চোর আটক কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ এপ্রিল৷৷ হাতে নাতে ধরা পড়ল এক চোর৷ বর্তমানে ঐ চোর জেল হাজতে৷ তার কাছ থেকে ৭টি মোবাইল উদ্ধার করা হয়েছে৷ মোবাইলের বাজার মূল্য আনুমানিক ৪০-৫০ হাজার টাকা৷ উল্লেখ্য গত vlcsnap-2016-04-17-19h21m44s45কিছুদিন  আগে ডিডি আর সির নোডাল অফিসার হরেশ পালচৌধুরীর স্যামসং কোম্পানির একটি দামি মোবাইল চুরি হয় তার নিজ ঘর থেকে৷ এরপর হরেশ পাল চৌধুরী  কৈলাসহর  থানায় মোবাইলের আইডিএম নাম্বার দিয়ে নিখোঁজের মামলা করেন৷ কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী গোপনে তদন্ত শুরু করেন৷ ঐ চোর যখন বাবুর বাজারে  একটি দোকানে হরেশ পালের  চুরি হওয়া মোবাইলটি বিক্রয়ের জন্য একটি দোকানে কথা বলে সে সময় তাকে হাতে নাতে ধরে ফেলে  কৈলাসহর থানার ওসি৷ তার কাছ থেকে  যে মোবাইল উদ্ধার করা হয়েছে সে মোবাইল হরেশ পালের প্রমাণিত হয়েছে৷ ইয়াজেখাওরা গ্রামের বাসিন্দা  মুবারক আলিকে মোবাইল সহ পাকড়াও করার পর কৈলাসহর থানার ওসি তার বাড়ি তদন্ত করে আরো ৬টি মোবাইল উদ্ধার করেন৷ এর মধ্যে  একটি মোবাইল কৈলাসহর ফ্যামলি কোর্টের বিচারক  গৌতম সরকারের৷ তারা দুইজন থানায় যে নাম্বার দিয়ে উদ্ধারের জন্য আবেদন করেছিলেন তাতে প্রমাণিত হয়েছে যে ঐ দুই মোবাইল তাদের৷ বাকি পাঁচটি মোবাইল কৈলাসহর থানায় রয়েছে সঠিক প্রমাণ পেলে মালিককে হাতে দেওয়া হবে বলে ওসি সুব্রত চক্রবর্তী আজ থানায় সাংবাদিকদের জানিয়েছেন৷ চোর  মুবারক আলি ছোট ছোট ছেলেদেরকে এক দুই শত টাকার বিনিময়ে বাড়ি ঘর থেকে মোবাইল চুরি করাত বলে থানা সূত্রে খবর৷ এরকম অনেক মুবারক  এধরনের কাজে লিপ্ত রয়েছেন তাদেরকে চিহ্ণিত করা হবে এবং ধরার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *