নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ বহু প্রতীক্ষিত পরিমল সাহা হত্যা মামলায় আসামী পক্ষের মৌখিক শুনানী আজ শেষ হয়েছে৷ পরবর্তী পর্যায়ে লিখিত শুনানী শুরু হবে৷
পরিমল সাহা হত্যা মামলায় আসামী পক্ষের শুনানী আজ শেষ হয়েছে৷ আগামী ১৯ এপ্রিল মামলাটি পুনরায় শুনানীর জন্য উঠবে৷ আসামী পক্ষের আইনজীবি বলেছেন, নিহতের ভাই মতিলাল সাহাকে কোন ভাবেই বিশ্বাস করা যায়না৷ ১৯৮৩ সালের ৭ এপ্রিল অর্থাৎ ঘটনার দিন মামলাটি সিআইডির হাতে তুলে দেওয়া হয়৷ তিনি বলেন, এই মামলায় আসামীদের শাস্তি দেবার মতো কোন সংস্থাননেই৷ মৃতের ভাই মতিলাল সাহা বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষ্য দিয়েছেন৷ আসামীদের বিরুদ্ধে শাস্তি দেবার মতো যথেষ্ট প্রমান নেই বলেও আসামী পক্ষের আইনজীবি মন্তব্য করেছেন৷
আগামী ১৯ এপ্রিল পরিমল সাহা হত্যা মামলাটি পুনরায় শুনানীর জন্য উঠবে৷
2016-04-17

