নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ এপ্রিল৷৷ শুরু হয়ে গেছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মারণব্যাধি ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব৷ ম্যালেরিয়া আক্রান্ত হয়ে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন চার বছরের শিশু দারণজয় রিয়াং৷ জানা যায়, মুঙ্গিয়াকামী ব্লকের অধীন নুনাছড়া এডিসি ভিলেজের তীর্থমণি পাড়ার হলজয় রিয়াংয়ের চার বছরের শিশু দারুণজয় রিয়াং বিগত কয়েকদিন যাবত জ্বরে আক্রান্ত ছিল৷ আজ সকালে এলাকার আশা কর্মীর কাছে গেলে আশাকর্মী তার রক্তের নমুনা পরীক্ষা করে তার শরীরে ম্যালেরিয়ার জীবাণু পায়৷ কাল বিলম্ব না করে বাবা তার পুত্রকে নিয়ে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে আজ দুপুর ১২ টা নাগাদ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক শাওলিমা ঘোষ পুনরায় তার রক্তের নমুনা পরীক্ষা করে তাকে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি রাখেন৷ অপরদিকে পাহাড় এলাকায় ম্যালেরিয়ার খবর জানতে স্থানীয় মহকুমাশাসকের সাথে কথা বললে তিনি জানান, ইতিমধ্যেই সমস্ত এলাকায় স্বাস্থ্য শিবির করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ১৮ মুড়া এডিসি ভিলেজের ত্রিপরাবস্তি এলাকায় মহকুমা শাসক ও মুঙ্গিয়াকামী স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি স্বাস্থ্য শিবির চলছে আজ৷ কুড়িজনকে স্বাস্থ্য পরীক্ষার আওতায় নিয়ে আসা হয়৷ ১০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয় এবং এর মধ্যে সাতজনের সামান্য জ্বর ও তিনজনের শরীরে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে৷ সেখানেই তাদের ওষুধের ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে৷
এদিকে, প্রতি বছর এই মরশুমে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দেয় রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত জনপদে৷ ম্যালেরিয়ায় এক বছর পূর্বে রাজ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল৷ যদিও বর্তমানে ম্যালেরিয়ার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে৷ তারপরও স্বাস্থ্য কর্মীদের কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে৷
2016-04-14