নিখোঁজ মহিলার বিবস্ত্র অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ এপ্রিল৷৷ নিখোঁজ মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে উদয়পুরের আর কে পুর থানার অধীন খিলপাড়া এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
সংবাদে প্রকাশ গত শুক্রবার খিলপাড়া এলাকার বাসিন্দা প্রিয়তোষ দে’র স্ত্রী অনিতা দে (৪২) নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ বহু স্থানে খোঁজ খবর করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি৷ এই ব্যাপারে আর কে পুর থানায় একটি মিসিং ডায়রিও করা হয়েছে৷ এদিকে সোমবার সকালে বাড়ি থেকে প্রায় একশ মিটার দূরে একটি বাড়ির শৌচালয়ে ঐ মহিলার বিবস্ত্র অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ জানা গিয়েছে, মৃতদেহের পাশে কয়েকটি বোতল পাওয়া গিয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে ঐ বোতলে করে কেরোসিন আনা হয়েছে৷ স্থানীয় বাসিন্দাদের বত্তব্য হচ্ছে, ঐ বাড়িটি খালিই থাকে৷ একটি প্রাইভেট টিউশন সেন্টার৷ সব সময় লোকজন আসা যাওয়া করে না৷ এদিন আশেপাশের লোকজন পচা দুর্গন্ধ পেয়ে খোঁজ নিয়ে দেখতে পান ঐ বাড়ির শৌচালয়ে মৃতদেহটি পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আর কে পুর থানার পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়৷ এই ব্যাপারে একটি মামলা নেওয়া হয়েছে৷ এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড, এনিয়ে চলছে জোর আলোচনা৷ যদি ঐ শৌচালয়ে অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যা করে থাকে ঐ মহিলা তাহলে বিবস্ত্র হযে আত্মহত্যার কি কারণ থাকতে পারে৷ অন্যদিকে, প্রশ্ণ উঠেছে তাহলে কি ঐ মহিলাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে৷ এই রহস্যমৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠছে৷ মৃতার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ঐ মহিলা মানসিক ভাবে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন৷ কিছুদিন পূর্বে তাকে বহিঃরাজ্য থেকে চিকিৎসা করিয়ে আনা হয়েছে৷