নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ বিমলা রণদেবের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মহকুমায় দুটি স্থানে পতাকা উত্তোলন ও মাল্যদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সিআইটিইউ বিভাগীয় কমিটির উদ্যোগে আওয়াজ উঠল কেন্দ্রে বিজেপির শ্রম বিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে লড়াই আন্দোলন করে শ্রমিকদের এগিয়ে যাওয়া দিন দিন শ্রমিকদের উপর কেন্দ্রের সর্বনাশাল নীতি যেভাবে প্রভাব পড়ছে তাতে করে দিন মজুর অংশের শ্রমিকদের আঘাত আসছে বলে জানান সিআইটিইউ মহকুমা সম্পাদক প্রণব চক্রবর্তী৷ সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে সাত সকালে প্রথমে কল্যাণপুর পুরাতন মোটর স্ট্যান্ডে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ মাল্যদান করেন মহকুমা সম্পাদক প্রণব চক্রবর্তী, সিআইটিইউ বিভাগীয় সদস্য মানিক দে, দিলিপ দেব, সমীর চক্রবর্তী শেষে ভাষণ রাখেন প্রণব চক্রবর্তী৷ অপরদিকে মহকুমা নেতাজীনগর কমিউনিটি হলে হয় সভা৷ সবায় মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা অংশ নেন ভাষণ রাখেন, প্রণব চক্রবর্তী, সুবীর সেন, দীপক দাস প্রমুখ৷
2016-04-11