BRAKING NEWS

কেরলে বাজির উত্সব বন্ধে নারাজ মন্দির কর্তৃপক্ষ, একই সুর চাণ্ডির গলায়

কোল্লাম (কেরালা), ১১ এপ্রিল (হি.স.): কোল্লামের বহু পুরনো পুত্তিনগাল মন্দিরে দুর্ঘটনার পরও বাজির উত্সব বন্ধ করতে রাজি নয় মন্দির কর্তৃপক্ষ| তাঁদের দাবি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায় তাঁদের নয়, বরং সরকারের| রবিবারের ঘটনায় ১১২ জনের মৃতু্য হয়েছে, আহত প্রায় ৪০০ জন| জানা গিয়েছে, মন্দির চত্বরে আতসবাজির ওপর আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল| তা সত্ত্বেও কীভাবে মন্দিরের মধ্যে আতসবাজির প্রতিযোগিতা করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে| মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে|
কেরালার সব থেকে বড় মন্দির বোর্ডের প্রেসিডেন্ট প্রায়ার গোপালকৃষ্ণাণ বলেছেন, ‘আতসবাজি প্রদর্শনী বন্ধ করার বিরুদ্ধেই মত দিয়েছে বোর্ডের সদস্যরা| দীর্ঘদিন ধরে আতসবাজি প্রদর্শনী কেরলের মন্দিরগুলির একটি রীতিতে পরিণত হয়েছে| এটা বন্ধ করা যাবে না|’ বোর্ড এই মর্মে একটি সার্কুলারও জারি করেছে| সমস্ত মন্দিরের কাছে তার কপি পাঠানো হয়েছে| মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির গলাতেও একই সুর| তিনি বলেছেন, ‘প্রাচীন রীতি ও ঐতিহ্যের ব্যাপারে কিছু প্রতিবন্ধকতা তো থাকেই| এ ক্ষেত্রে কিছু নিয়ম নিষেধ আরোপ করা যায়, কিন্তু ব্যান করা যায় না|’ যদিও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ কে অ্যান্টনি পুরোপুরি বন্ধ করার পক্ষেই মত দিয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LOKSABHA ELECTION 2024

Party Wise Results Status

PartyWonLeadingTotal
Bharatiya Janata Party - BJP2400240
Indian National Congress - INC99099
Janata Dal (Secular) - JD(S)202
Samajwadi Party - SP37037
Telugu Desam - TDP16016
Shiv Sena (Uddhav Balasaheb Thackrey) - SHSUBT909
Communist Party of India (Marxist) - CPI(M)404
Aam Aadmi Party - AAAP303
Hindustani Awam Morcha (Secular) - HAMS101
Nationalist Congress Party - NCP101
Voice of the People Party - VOTPP101
Sikkim Krantikari Morcha - SKM101
Aazad Samaj Party (Kanshi Ram) - ASPKR101
All India Trinamool Congress - AITC29029
Dravida Munnetra Kazhagam - DMK22022
Janata Dal (United) - JD(U)12012
Nationalist Congress Party – Sharadchandra Pawar - NCPSP808
Shiv Sena - SHS707
Lok Janshakti Party(Ram Vilas) - LJPRV505
Yuvajana Sramika Rythu Congress Party - YSRCP404
Rashtriya Janata Dal - RJD404
Indian Union Muslim League - IUML303
Jharkhand Mukti Morcha - JMM303
Janasena Party - JnP202
Communist Party of India (Marxist-Leninist) (Liberation) - CPI(ML)(L)202
Viduthalai Chiruthaigal Katchi - VCK202
Communist Party of India - CPI202
Rashtriya Lok Dal - RLD202
Jammu & Kashmir National Conference - JKN202
United People’s Party, Liberal - UPPL101
Asom Gana Parishad - AGP101
Kerala Congress - KEC101
Revolutionary Socialist Party - RSP101
Zoram People’s Movement - ZPM101
Biju Janata Dal - BJD101
Shiromani Akali Dal - SAD101
Rashtriya Loktantrik Party - RLTP101
Bharat Adivasi Party - BHRTADVSIP101
Marumalarchi Dravida Munnetra Kazhagam - MDMK101
Apna Dal (Soneylal) - ADAL101
AJSU Party - AJSUP101
All India Majlis-E-Ittehadul Muslimeen - AIMIM101
Independent - IND707
Total5430543