কেরলের মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ছাড়াল ১০৯, জখম প্রায় ৩০০ জন

keralaকোল্লাম, ১০ এপ্রিল (হি. স. ) : কেরলের কোল্লামে পুঙ্গল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ছাড়াল ১০৯। জখম প্রায় ৩০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওমেন চন্ডির সঙ্গে ফোনে কথাও বলেন তিনি।পুলিশ জানিয়েছে, পুঙ্গল মন্দিরে একটি উত্সবকে ঘিরে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। বাজি পোড়ানো হচ্ছিল। আজ ভোররাত সাড়ে ৩টে নাগাদ আতসবাজি প্রদর্শনের সময় আতসবাজি মজুত রাখা একটি বাড়িতে বাজির অংশ গিয়ে পড়ে।ফলে সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বাড়িটি ভেঙে পড়ে যায়। এরপরই মন্দির চত্বরে আগুন ধরে যায়।আতঙ্কে মানুষ দৌড়োদৌড়ি শুরু করে দেয়। ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিদগ্ধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান আরও বেশ কিছু মানুষ। এখনও বেশ কয়েকজনের মন্দিরের ভেতরে আটকে থাকার সম্ভবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আকাশ থেকে বাজির একটা টুকরো নেমে আসে। আর মাটিতে যে আরও বাজি রাখা ছিল, তাতে আগুন লেগে যায়। পালানোর পথ পাননি বহু মানুষ। তিরুঅনন্তপুরম থেকে ৬০ কিলোমিটার দূরে উপকূলবর্তী এক গ্রামে এই বাজি পোড়ানোর উৎসব হয়। উৎসব উপলক্ষে ওই মন্দির কর্তৃপক্ষ বাজি পোড়ানোর অনুমতি পেয়েছিল। স্থানীয় ১০টি হাসপাতালে প্রায় ২০০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে যাতে তিরুঅনন্তপুরম ও এনারকুলামে নিয়ে যাওয়ার তার সবরকম ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে, কেরলের স্বারষ্ট্রমন্ত্রী রমেশ ছেনিথালা। মন্দিরের ছাদেও আগুন লেগে যায়। সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে খবর। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও উদ্ধারকারী দল। ঘটনায় পুত্তিনগাল মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের পদস্থ পুলিশ কর্তারা। মুখ্যমন্ত্রী ওমেন চাণ্ডিও ঘটনাস্থলে আসছেন। কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভি এস শিবাকুমার জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এদিকে, কেরালার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা জানিয়েছেন, আহত ও মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। ঘটনার তদন্ত হবে বলেও জানান তিনি।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ট্যুইটারে মোদী লেখেন, ‘কেরলের অগ্নিকাণ্ডের ঘটনায় আমি মর্মাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।তিনি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডীর সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *