BRAKING NEWS

কৈলাসহরে ঝড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্থ

thunderstormনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ এপ্রিল৷৷ গত এক সপ্তাহ ধরে কালবৈশাখির ঝড় তুফানের কারণে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত৷ একদিকে নতুন লাইন সংস্কার কাজ ও চলছে এর কারণেও দিনের বেলা শহর সহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ পরিষেবা থাকে না৷ বিদ্যুৎ নিগমের স্থানীয় কর্মকর্তারা সমস্যা নিরসনে উদাসীন৷ কৈলাসহর পুর পরিষদ এলাকার ১৫ নম্বরওয়ার্ডে গত ১৫ দিন বার কয়েক ঘন্টা বাদ দিলে বিদ্যুৎ পরিষেবা থাকছে না৷ পানীয় জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷ মোবাইল চার্জ করার জন্য অন্য এলাকায় যেতে হচ্ছে নাগরিকদের৷
কৈলাসহরে বিদ্যুৎ পরিবাহী লাইন পরিবর্তন করা হচ্ছে গত ছয়মাস ধরে৷ কাজের কোন সীমা পরিসীমা নেই৷ বলে ইচ্ছে মতন লোডশেডিং করা হচ্ছে৷ বৃষ্টি থাকলে পুরো শহর অন্ধকার করে দেওয়া হচ্ছে৷ এনিয়ে নাগরিকরা ফোন করলে সঠিক জবাব দেওয়া হচ্ছে না৷ শাসক দলীয় কর্মচারী নেতাদের আখড়া কৈলাসহর বিদ্যুৎ নিগম অফিস৷ ফলে পরিষেবা চুলোয় যাক৷ নাগরিকদের স্বাচ্ছন্দের দিকে কোনো নজর না দিলেও পার্টি অফিসে হাজিরা দিলে সাত খুন মাফ৷ সমন্বয়ের এক নেতা যিনি মিডার রিডিং এর দায়িত্বে তিনি কার্যত সিনিয়র জুনিয়র ম্যানেজারদের ম্যানেজ করে থাকেন৷ গত এক পক্ষকাল যাবৎ বিদ্যুৎ পরিষেবা লন্ডভন্ড৷ এনিয়ে নিগম কর্তাদের কোনো মাথাব্যথা নেই৷ বিশেষ করে কৈলাসহর পুর পরিষদ এলাকায় টানা ৭/৮ ঘন্টা লোডশেডিং অতীতের যাবতীয় দুর্ভোগের সীমারেখায় পেরিয়ে গেছে৷ যেহেতু শাসক দলীয় ছোট বড় নেতারা এব্যাপারে নীরব তাও সাধারণ নাগরিকরা মুখ বুঝে সব হজম করে বলেন শাসক দলের জয়গান গাওয়া নাগরিকরা মুক ও বধির৷ এদিকে, পাওয়ার হাউজ কৈলাসহর অফিসে আপাতকালীন সময়ে ফোন করলে মর্জিমাফিক টেলিফোন রিসিভ করেন দায়িত্বশীল কর্তা এমনি অভিযোগ নিত্যদিনের৷ গত ৫-৬ দিন ধরে শহরের আশপাশ এলাকায় পরিষেবা বন্ধ৷ ঝড় বৃষ্টির অজুহাত দেখিয়ে জনগণের সদস্য এড়িয়ে যান বড় অধিকারিক৷ এতে বেশি সমস্যা হয়েছে পানীয় জলের৷ ১ মাইল পায়ে হেঁটে টিউবওয়েলের জল সংগ্রহ করা হয়ে অনেক এলাকায় গত কয়েক দিনে৷ সব মিলিয়ে বিদ্যুয পরিষেবা একেবারে লাটে কৈলসাহরে গত কয়েক মাস ধরে৷ প্রতিবাদ করিলে মামলা হবে এমনি ভয়ে জনগণ প্রতিবাদ করিতেছে না৷ বিগত দিনে অনেক গন্ডগোল হয়েছে৷ কিন্তু বিভিন্ন সমস্যা নিয়ে জনগণের সেবায় কয়েকজন সাংবাদিক কথা বলতে গিয়ে থানায় মামলা হয়েছে এরকম কোন ঘটনা কৈলাসহরে ঘটেনি কোনকালে৷ জনগণ পরিষেবা সঠিকভাবে পেতে হলে দক্ষ কর্মীর প্রয়োজন কৈলাসহর বিদ্যুৎ নিগমে৷ কৈলাসহর বিদ্যুৎ নিগমে বছরের পর বছর এক জায়গায় কর্মরত অনেক কর্মচারী যাদের বদলি নেই তারা কিসের ভিত্তিতে এক জায়গায় এতদিন তা বোঝা মুশকিল৷ কিন্তু জনগণ আজ এবিষয়ে প্রকাশ্য মুখ খুলেছেন৷ এরকম পরিষেবা থাকিলে আগামীদিনে জনগণ হয়ত বড়ধরনের আন্দোলনের পথ বেছে নেবে তার খবর রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *