BRAKING NEWS

তেলিয়ামুড়ায় এলপিজির কালোবাজারী, অভিযানে নাম মাত্র সাফল এসডিএমের

lpg-gas-cylinderনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ এপ্রিল৷৷ একদিকে যখন তেলিয়ামুড়াবাসী ২১ দিনের জায়গায় ২ মাস কেটে গেলেও গ্যাস এজিন্সি থেকে নিয়মিত ভাবে গ্যাস সিলিন্ডার পাচ্ছে না৷ অপরদিকে তেলিয়ামুড়া জুরে অবৈধ ভাবে চলছে গ্যাসের রমরমা ব্যাবস্যা কালো বাজারীদের দ্বারা৷ শেষ পর্যন্ত মানুষের ভোগান্তির কথা চিন্তা করে তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্যের নেতৃত্বে দপ্তরের অন্যান্য অফিসার ও তেলিয়ামুড়া থানার পুলিশের সহয়তায় একবাড়ী থেকে বে-আইনী মজুত ১০টি গ্যাস ভর্ত্তি সিলিন্ডার ও চারটি খালি সিলিন্ডার উদ্ধার করল মহকুমা প্রশাসক৷ আজ দুপুর ৩টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানাধীন দুষ্কি এডিসি ভিজেলের পাড়া কলক গ্রাম এর রাম দেববর্মা (৫৬) পিতা, শুক্রমনি দেববর্মার বাড়ীতে অভিযান চালিয়ে এই বে-আইনী গ্যাস সিলিন্ডার গুলি উদ্ধার করে মহকুমা প্রশাসন৷ অভিযান কালে মহকুমা শাসক ছাড়াও ছিলেন ডি সি এম আশিষ বিশ্বাস, অবগরি দপ্তরের অফিসার রোমারুদ্র পাল, অভিযান শেষে সিলিন্ডার গুলি বাজেয়াপ্ত করে নিয়ে আসাহয় মহকুমা শাসকের দপ্তরে৷ অভিযান সম্পর্কে বলতে গিয়ে এস ডি এম জানান, সিলিন্ডার গুলির কোন বৈধ কাগজ পত্র ছিল না এবং কার মাধ্যমে এই ব্যাবসার সূত্রপতি তা তিনি তদন্ত করে দেখবেন এবং অবৈধ গ্যাস ব্যণিজ্যের বিরুদ্ধে অভিযান চালু থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *