বিশ্বের চ্যালেঞ্জি ং ইসু্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফতোয়া জারি করা উচিত দারুল উলুম দেওবন্দের ঃ সাধ্বী নিরঞ্জন জ্যোতি

sadhvi niranjan jyotiজয়পুর, ৪ এপ্রিল (হি.স.) : বিশ্বের চ্যালেঞ্জি ইসু্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফতোয়া জারি করা উচিত দারুল উলুম দেওবন্দের | ‘ভারত মাতা কি জয়’নিয়ে দেশেজুড়ে চলা চাপানউতরের মধ্যে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি| সাধ্বী বলেন, দেওবন্দ মুসলিমদের ভারত মাতা কি জয় বলতে নিষেধ করেছে| এর পরিবর্তে তারা যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফতোয়া জারি করত, তাহলে আমি তাদের অভিনন্দন জানাতাম| এটাই এখন বিশ্বের সবথেকে চ্যালেঞ্জিং ইসু্য| কিন্তু তারা তা করেনি|
সম্প্রতি ভারত মাতা কি জয় ধ্বনির বিরুদ্ধে ফতোয়া জারি করে দেশের প্রথম সারির ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ| তারা জানায়, এই ধ্বনি ইসলামের আদর্শের পরিপন্থী| দেওবন্দ বলে, আমরা দেশকে ভালোবাসি, কিন্তু পুজো করি না| ইসলামে একমাত্র আল্লাহর আরাধনার কথা বলা হয়েছে| ফতোয়ায় বলা হয়, হিন্দু সম্প্রদায়ের একাংশের মত অনুযায়ী, ভারতমাতা দেবী এবং তাঁরা এই দেবীর পুজো করেন| মুসলিমদের এই পুজোয় অংশগ্রহণ অ-ইসলামীয়| এরই বিরুদ্ধে সরব হন সাধ্বী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *