গুয়াহাটি, কলকাতা, ৪ এপ্রিল৷৷ ইভিএম-বিভ্রাট এবং ছোট -বড় বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সোমবার অসম বিধানসভার প্রথম দফার ভোট নির্ধারিত সময় পাঁচটায় শেষ হয়েছে৷ শেষ সময় বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় ৭৮ শতাংশ ভোট পড়লেও এর হার আরও বাড়তে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন৷ কমিশন সূত্রে জানানো হয়েছে, বহু কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি থাকায় ভোটগ্রহণ এখনও চলছে৷ শেষ পর্যায়ের হিসাবে শতাংশের হার ৭৯ থেকে ৮০ ছাড়াতে পারে বলেও জানান সূত্রটি৷
এদিকে আজকের প্রথম দফার ভোটে ৬৫টি কেন্দ্রে ১২,১৯০ টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ৩৯৩ টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (এভিএম) নানাবাবে বিকল হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ তবে এই কেন্দ্রগুলির দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা তাৎক্ষণিকভাবে ইভিএম বদলে পরিস্থিতি সামাল দেন৷ ডুমডুমার টংলাবাজার বেঙ্গলি এলপি সুকলের ভোটকেন্দ্রে বিজেপি-র পদ্মফুল চিহ্ণিত বোতামে গরমিল দেখা দিলে প্রিসাইডিং অফিসার তাতে শেলোটেপ সেঁটে ভোটদানের ব্যবস্থা করলে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ বিজেপি-র পোলিং এজেন্টরা ওই কেন্দ্রে ফের ভোটগ্রহণের দাবি তোলে পরিস্থিতি উত্তাল করেন৷
বহুস্থানে ছোট-বড় সংঘর্ষের ঘটনাও ঘটেছে৷ গোলাঘাটের মেরাপানিতে নির্বাচনী হিংসায় তিন বিজেপি মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ কংগ্রেসি গুন্ডাদের হাতে তাঁদের নিগৃহীত হতে হয়েছে৷ মাজুলির ফুটুকিতেও মারমুখি কংগ্রেসিদের হাতে বেধম মার খেতে হয়েছে বিজেপি-কর্মীদের৷ সতিয়ায় আটটি ভোটকেন্দ্রে কংগ্রেসিরা ব্যাপক রিগিং করেছে বলে জানা গেছে৷ ওই কেন্দ্রের জয়সিদ্ধিতে কংগ্রেস প্রার্থী প্রাণেশ্বর বসুমতারির অনুগামীদের হাতে মার থেয়ে হাসপাতালে ভর্ত্তি হয়েছেন বিজেপি-র পোলিং এজেন্ট অঞ্জু ব্রহ্ম নামের মহিলা৷ অঞ্জুর অপরাধ, কংগ্রেসিরা ভোটারদের মধ্যে প্রকাশ্যে কাঠালগুলিতেও কংগ্রেস-কর্মীরা ভোটারদের মধ্যে টাকা বিলি করতে এলে বিজেপি -কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাঁধে৷ এদিকে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী মন্ত্রী সিদ্দেক আহমেদের গাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা৷ অভিযোগ, দলবল সহ দেহরক্ষী সঙ্গে নিয়ে বিভিন্ন কেন্দ্রে রিগিং করছিলেন মন্ত্রী৷ এ ধরনের কাজে বাধা দিতে গিয়ে তাঁর ওপর মহিলা চালানো চেষ্টা করেন এআইইউডিএফ কর্মীরা৷ এ ধরনের বহু ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে৷ গহপুরে কংগ্রেস প্রার্থী রকিপুন-পত্নী মণিকা বরা৷ তাছাড়া, ভোটকেন্দ্রে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে গহপুরে ২১৭ নম্বর মাজগাঁও ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার পুণ্যসিং দেউরিকে সামরিকভাবে বরখাস্ত করা হয়েছে৷ তাঁর জায়গায় স্থলাভিষিক্ত করা হয় সাগরসিং গয়ারিকে৷
একাধিক ঘটনার মধ্যে দিয়ে শেষ হল প্রথম দফার ভোট৷ সোমবার ছিল জঙ্গলমহলের তিন জেলার ১৮টি কেন্দ্রে বিধানসভা নির্বাচন প্রথম দফার ভোটের সার্বিক হার ৮০ শতাংশ৷ বিকেল ৫টা পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৮০৪৪ শতাংশ, পুরুলিয়ায় ভোটের হার ৭৯৪৮ শতাংশ, বাঁকুড়ায় ভোট পড়ল ৭৮১৩ শতাংশ৷ এর পরিমান আরও বাড়তে পারে৷ আজ দিনের শেষে ন উপ নির্বাচন কমিশনার দাবি করেছেন, ভোট মূলত শান্তিপূর্ণ৷ তবে বিকেল ৬টা পর্যন্ত সারাদিনে কমিশনে অভিযোগ জমা পড়েছে ৫৩৩টি৷ ৫১৩টি অভিযোগের মীমাংসা করা হয়েছে, কয়েকটি অভিযোগ গুরুতবর৷ ৭টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, জানাল কমিশন৷ বিরোধীদের দাব প্রথম দফার ভোটে সর্বত্র সক্রিয় ছিল না, কেন্দ্রীয়বাহিনী৷
নির্বাচন মূলত শান্তিপূর্ণ, বললেন উপ নির্বাচন কমিশনার৷ তবে বিকেল ৬টা পর্যন্ত সারাদিনে কমিশনের অভিযোগ জমা পড়েছে ৫৩৩টি৷ ৫১৩টি অভিযোগের মীমাংসা করা হয়েছে, কয়েকটি অবিযোগ গুরুতবর৷ ৭টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, জানাল কমিশন৷ নির্বাচনে বিভিন্ন অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে রিপোর্ট তলব করল দিল্লির নির্বাচন সদন৷ জানতে চাইল অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে৷
প্রথম দফার ভোট শেষে কেন্দ্রীয় বাহিনী সর্বত্র সক্রিয় ছিল না বলে তোপ দাগেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা৷ তৃণমূল সরকারকে রাজ্য থেকে উৎখাত করতে মানুষের চেষ্টা আজকের ভোটে প্রতিফলিত হয়েছে বললেন সিপিআই(এম) সাংসদ মহম্মদ সেলিম৷ কমিশন চাপের মধ্যে ভালো কাজ করেছে৷ তবে অবাধ ভোট হয়েছে বলা যাবে না৷ মন্তব্য সেলিমের৷ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রথম পর্যায়ে আজ ভোটগ্রহণ হল জঙ্গলমহলের ১৮টি আসনে৷ এর মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের ৬টি আসন, বাঁকুড়ার ৩টি আসন আর পুরুলিয়ার ৯টি আসন৷ এই আসনগুলির অধিকাংশই একসময় মাওবাদী প্রভাবিত ছিল৷ তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখেনি নির্বাচন কমিশন৷ পুরুলিয়ায় মোতায়েন করা হয় ১৭২ কোম্পানি আধাসেনা৷ বাঁকুড়ার ৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর পশ্চিম মেদিনীপুরে ১০৫ কোম্পানি অধাসেনা মোতায়েন করা হয়৷ আজকের ভোটে মোট বুথ সংখ্যা ছিল ৪৯৪৫টি৷ এরমধ্যে ১৯৬২টি বুথ অতি স্পর্শকাতর, ১৭৪১ টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্ণিত করা হয় ৷ মোট ১৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয় আজ৷ এই পর্যায়ে মোট ভোটদাতার সংখ্যা ছিল প্রায় ৪০ লাখ৷
2016-04-05