নেপকোকে ১৮০ কোটি টাকা দেনা, ১০ কোটি দিয়ে মুখ রক্ষা নিগমের

FILE PHOTO
FILE PHOTO

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ আপাতত নেপকোর কোপ থেকে বেঁচেছে রাজ্য৷ বকেয়া আরও ১০ কোটি টাকা আজ মিটিয়ে দিয়েছে বিদ্যুৎ নিগম৷ ফলে আগামী ৩১ মে পর্যন্ত বাকি দেনা মেটানোর সময় মিলেছে৷ এই সময়ের মধ্যে নেপকোকে পুরো দেনা মিটিয়ে না দিলে বন্ধ হয়ে যেতে পারে বিদ্যুৎ সরবরাহ৷ আজ শেষ মুহুর্তে দেনার কিছুটা মিটিয়ে না দিলে রাজ্যে বিদ্যুতের ঘাটতি দেখা দিত ৭৫ মেগাওয়াট৷ আর তাতে অন্ধকারে ডুবে যেত গোটা রাজ্য৷
সোমবার বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব এস কে রাকেশ জানিয়েছেন, নেপকো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে না৷ আজ মোট দেনার কিছু টাকা মিটিয়ে দেওয়া হয়েছে৷ বাকিটা কিছুদিনের মধ্যেই মিটিয়ে দেওয়া সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন৷ অবশ্য, সেই দেনা যে বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রয় করে মেটানো সম্ভব হবে সে ইঙ্গিতও তাঁর কথায় মিলেছে৷ তিনি জানিয়েছেন, বাংলাদেশকে প্রতি ইউনিট ভারতীয় মুদ্রায় সাড়ে পাঁচটা টাকা দরে বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে৷ ফলে বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রয় করে ভাল রাজস্ব মিলবে৷ তাতে নিগম লাভের মুখ দেখতে পারবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন৷
নেপকো’র কাছে ২০১৩ মে পর্যন্ত রাজ্যের দেনা ছিল ১৮০ কোটি ৩৩ লক্ষ টাকা৷ বহুবার দেনা মেটানোর জন্য অনুরোধ করা হলেও নিগমের পক্ষে তা মিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না৷ ফলে বাধ্য হয়ে নেপকো চূড়ান্তভাবে জানিয়েছে ৫ মে মধ্যরাত থেকে রাজ্যকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে৷ তাতে নড়েচড়ে বসে সরকার৷ গত বৃহস্পতিবার নেপকো’র কাছে ৫ কোটি জমা দিয়ে রাজ্য সরকার অনুরোধ জানিয়েছিল দেনা মেটানোর সময়সীমা আরো বাড়ানোর জন্য৷ তাতে নেপকো’র তরফে রাজ্যকে জানানো হয় অন্তত ৪০ কোটি দেনা মিটিয়ে দেওয়া হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে না৷ সূত্রের খবর, নেপকো’র কাছে মোট দেনার ৪২ কোটি টাকা কেবল মাত্র সময় মতো বিল মিটিয়ে না দেওয়ায় জরিমানা৷
এদিকে, ৫ কোটি টাকা পাওয়া সত্বেও নেপকো বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্তেই অনঢ় থাকে৷ অবশেষে আজ নিগম আরো ১০ কোটি টাকা দেনা মিটিয়ে দেয়৷ তার সাথে অনুরোধ জানায় বাকি দেনা মিটিয়ে দেওয়ার জন্য ৩১ মে পর্যন্ত সময় চেয়ে নেয়৷ সূত্রের খবর, নেপকো নিগমকে পুরো দেনা মিটিয়ে দেওয়ার জন্য ৩১ মে পর্যন্ত সময় দিয়েছে৷
এদিকে, আগামী নভেম্বরেই মনারচক থেকে পুরো দমে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব এস কে রাকেশ৷ তিনি জানান, ওএনজিসি জুলাই থেকে মনারচক বিদ্যুৎ প্রকল্পে অবিরাম গ্যাস সরবরাহ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে৷ ফলে মনারচক নভেম্বর থেকে পুরো দমে চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷