পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম চারজন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ আবারও সড়ক দুর্ঘটনা আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে৷ ঘটনা শনিবার সাত সকালে বড়দোয়ালী এলাকায়৷ এক সুকল পড়ুয়াকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় অটো৷ পড়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহত সুকল ছাত্রীটিকে উদ্ধার করে জিবিতে নিয়ে আসে৷ ফের সড়ক দুর্ঘটনা আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে৷ শনিবার সকাল সাড়ে আটটায় বড়দোয়ালিতে পথচারী এক সুকল ছাত্রকে বটতলা থেকে দ্রুত গতিতে আসা একটি অটো ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়৷ খবর নিয়ে জানা যায় পশ্চিম প্রতাপগড়ের বাসিন্দা গোবিন্দ চক্রবর্তীর ছেলে রাজধানীর উমাকান্ত একাডেমির নবম শ্রেণীর ছাত্র অনুপ চক্রবর্তী তার পড়াশুনার বিষয়ের কিছু কাগজ জেরক্স করাবার জন্য বড়দোয়ালিস্থিত একটি জেরক্স এর দোকানে যাবার জন্য রাস্তা ক্রসিং এর সময় উল্টো দিকে থেকে দ্রুতগতিতে আসা একটি অটো তাকে ধাক্কা দিয়ে তার পায়ের উপর দিয়ে চলে যায়৷ ঘটনার সঙ্গে সঙ্গে অটোটি আরো দ্রুত পালিয়ে যায়৷ ঘটনায় ছেলেটি পা মারাত্মকভাবে জখম হয়৷ রাস্তায় পড়ে ছেলেটি চিৎকার করছিল৷ খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে ছেলেটিকে উদ্দার করে জিবিতে নিয়ে যায়৷ বর্তমানে সে জিবিতে নিয়ে যায়৷ বর্তমানে সে জিবিতে চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণে সে জানায় প্রতিনিয়ত রাজধানীতে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠেছে জনমনে৷ যান নিয়ন্ত্রণে কনট্রোল করার চেয়েও বাইক সহ যান বাহন আটকিয়ে জরিমানা আদায়ে ট্রাফিকবাবুরা ব্যস্ত থাকেন শহরের রাস্তাগুলিতে৷ জনমনে ক্ষোভ চরমে৷
আবারো পথ দুর্ঘটনা বিলোনীয়াতে৷ এবারো দায়ী গতিবেগ৷ ঘটনা শহর সংলগ্ণ গ্যারেজ টিলা এলাকায়৷ বেলা ২টা নাগাদ সুপ্রিয়া পাল (২৪) তার ছেলেকে নিয়ে সুকল থেকে বাড়ী কিরছিলেন৷ গাড়ী থেকে নেমে বাড়ীর দিকে যাওয়ার সময় খুব দ্রুত বেগে একটি বাইক সজোরে মহিলাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়৷ এতে বাইক চালক হিটলার রিয়াং, মহিলা ও তিনজন আহত হয়৷ তিন জনকে বিলোনীয়া হাসপাতালে নিয়ে এলে সুপ্রিয়া পালকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ মহিলার দাঁত পড়ে যায় এবং আঘাতের ফলে কানে দিয়ে রক্ত পড়তে থাকে৷ পুলিশ বাইকটিকে আটক করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *