নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ পানীয় জল সরবরাহের পাইপ লাইন ফেটে মারাত্মক বিপত্তি দেখা দেয় বটতলায়৷ পাশাপাশি আতঙ্কও দেখা দিয়েছিলন৷ জহর ব্রিজ সংলগ্ণ স্থানে জলের পাইপ লাইন ফেটে যাওয়ার কারণে মাটি সরে গিয়ে বিরাট গর্তের সৃষ্টি হয়৷ তাতে, এক দিকে যেমন, যানচলাচল ব্যাহত হয়েছে৷ অন্যদিকে, তৎসংলগ্ণ এলাকায় পানীয় জলের সরবরাহ ব্যাহত হওয়ায় দুর্ভোগের মুখে পড়েন এলাকাবাসী৷ একসময় সাব্রুম থেকে আগরতলা জাতীয় সড়কের জহর ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ ফলে, একটি ব্রিজ দিয়ে উভয় দিকের যান চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরো চরম আকার ধারণ করে৷
উড়ালপুল নির্মাণের কারণে বটতলায় বেশ কয়েকদিন আগেই সরানো হয়েছিল মাটির নীচের পানীয় জল সরবরাহের পাইপ লাইন৷ আজ সেই পাইপ লাইনের একাংশ ফেটে জল বেরুতে থাকলে জহর ব্রিজ সংলগ্ণ স্থানে মাটি সরে গিয়ে বিরাট গর্তের আকার ধারণ করে৷ ফলে, ঐ রাস্তা ধরে যান চলাচল কষ্টকর হয়ে ওঠে৷ অফিস টাইমে এই ঘটনায় পথ চলতি মানুষ বিরাট সমস্যার মুখে পড়ে৷ আপাতকালীন সমস্যা সমাধানে যানবাহনের মুখ ঘুরিয়ে দেওয়া হয়৷ কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি৷ ফলে, অন্য ব্রিজ দিয়েই দুদিকের যানবাহন চালানো শুরু করে ট্রাফিক দপ্তর৷ তাতেও মারাত্মক সমস্যা দেখা দেয়৷
যানজট সমস্যা সমাধানে দক্ষিণ দিক থেকে আসা গাড়িগুলোকে শ্মশানঘাটের রাস্তা দিয়ে মোড় ঘুরিয়ে শহরে ঢোকার ব্যবস্থা করা হয়৷ এদিকে, পাইপ লাইন ফেটে যাওয়ায় বটতলা, জয়নগর, রামনগর সহ বিস্তীর্ণ এলাকায় বন্ধ হয়ে যায় পানীয় জল সরবরাহ৷ ট্রাফিকের যানজট প্রসঙ্গে রাজ্য ট্রাফিক পুলিশের এসপি স্মৃতি রঞ্জন দাস জানিয়েছেন, আকস্মিক এই সমস্যার সমাধানে সব ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে৷
এদিকে, পূর্ত দপ্তরের মুখ্যবাস্তুকার জানিয়েছেন, এধরনের পাইপ লাইনের সমস্যা প্রায় সময়ই হয়ে থাকে৷ তবে, সমস্যা সমাধানে চটজলদি ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিনয়ভূষণ ঘোষ জানিয়েছেন, পাইপ লাইন সারাইয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷
উল্লেখ্য, কয়েকদিন আগেই উড়ালপুল নির্মাণের কারণে সংশ্লিষ্ট এলাকায় মাটির নীচে পানীয় জল সরবরাহের পাইপ লাইন স্থানান্তর করা হয়েছিল৷ বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষণে মাটি নরম হয়ে সরে যাওয়ায় গর্তের সৃষ্টি হওয়াতে এই বিপত্তি আরো মারাত্মক আকার ধারণ করে৷ এমনিতেই উড়ালপুল নির্মাণের কারণে বটতলা শহর নাগেরজলা এলাকায় প্রতিনিয়তই তীব্র যানজট লক্ষ্য করা যায়৷ শুক্রবার সকালের আকস্মিক এই বিপত্তিতে যানজটের মাত্রা আরো বেড়ে যায়৷ ফলে, মারাত্মক দুর্ভোগের মুখে পড়েন পথ চলতি সাধারণ মানুষ৷
2016-04-02