নয়াদিল্লি, ১ এপ্রিল৷৷ উত্তরাখন্ডে সরকার বাঁচাতে নাজেহাল অবস্থা কংগ্রেসের৷ এই অবস্থায় গোদের উপর বিষ ফোঁড়ার মত বিদ্রোহ ঘোষণা করল মণিপুরের কংগ্রেস মন্ত্রীরা৷ ১২ জনকে সরিয়ে নতুন মুখ আনার চিন্তাভাবনা করছিল মণিপুরের কংগ্রেস সরকার৷ এর জন্য দিল্লি নেতৃত্বের কাচে তাদের নাম দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ওকরাম ইববি সিং৷ কিন্তু মন্ত্রীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মন্ত্রিসভা থেকে একজন মন্ত্রীক্যে যদি ছাঁটা হয়, তাহলে পদত্যাগ করবেন প্রত্যেকে৷ রাজধানী ইম্ফলে নিজেদের মধ্যে বৈঠকের পরই মুখ্যমন্ত্রীকে এই সিদ্ধান্ত জানান বিদ্রোহ মন্ত্রীরা৷ বৃহস্পতিবার রাতে এই সমস্যাটি প্রকাশ্যে আসে শুক্রবার দিল্লি সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী ওকরাম ইববি সিং৷ ইতিমধ্যে মণিপুর কংগ্রেসের সহ সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন হিল এরিয়া কমিটির চেয়ারম্যান চার্লটোলিয়ান আমো৷
2016-04-02
