BRAKING NEWS

ব্রডগেজ রেল লাইনের সিআরএস সমাপ্ত, অপেক্ষা আনুষ্ঠানিক সূচনার

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ বদরপুর থেকে কুমারঘাট পর্যন্ত ব্রডগেজ লাইনে সুরক্ষা পর্যবেক্ষন সমাপ্ত হয়েছে৷ সেফটি কমিশনার সবকিছু ঠিকঠাক পেয়েছেন বলে জানা গেছে৷ আগামিকাল তিনি আগরতলায় আসবেন বলে সূত্রের খবর৷ ফলে, আগরতলা থেকে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা৷
বুধবার রেলের সেফটি কমিশনার এস কে পাঠক সদলবলে বদরপুর থেকে ত্রিপুরার সীমান্তের কাছাকাছি কলকলিঘাট পর্যন্ত ব্রডগেজ রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ করেন৷ বৃহস্পতিবার কলকলিঘাট থেকে কুমারঘাট পর্যন্ত  অবশিষ্ট ব্রডগেজ রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ করার কথা ছিল সেফটি কমিশনারের৷ সেই মোতাবেক এই রুটে সুরক্ষা পর্যবেক্ষন সমাপ্ত হয়েছে৷ রেল সূত্রে খবর,  গতকাল  বদরপুর থেকে কলকলিঘাট পর্যন্ত রেললাইনে কোন ত্রুটি পাননি সেফটি কমিশনার৷ জানা গেছে, সিগন্যালিং সহ স্টেশনগুলির কাজে সন্তোষ প্রকাশ করেছেন তিনি৷ আজকেও পূর্বোত্তর সীমান্ত রেলের যাবতীয় কাজে সন্তোষ প্রকাশ করেছেন তিনি৷
উল্লেখ্য, মঙ্গলবার আগরতলা থেকে কুমারঘাট পর্যন্ত ব্রডগেজ রেল লাইনে সুরক্ষা পর্যবেক্ষণে সবুজ সংকেত দিয়েছেন রেলের সেফটি কমিশনার এস কে পাঠক৷ গতকাল সাংবাদিক সম্মেলনে রেলের কাজের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি জানিয়েছেন, এই রুটে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে রেল ছুটতে সক্ষম৷ সিগন্যালিংয়ের কাজেও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে৷ কুমারঘাট থেকে বদরপুর লাইনেও সিগনালিং সহ যাবতীয় কাজে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *