কলকাতা, ২৯ মার্চ৷৷ ভৌগোলিক অবস্থানের জটিলতার কারণে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলো অনেকটাই পিছিয়ে পড়েছে বলে মনে করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়৷ মঙ্গলবার রোটারি সদনে একটি বাংলা সাপ্তাহিক পত্রিকার উদ্যোগে এক সেমিনারে উপস্থিত ছিলেন তিনি৷ সেমিনারের আলোচ্য উত্তর-পূর্ব ভারতের অস্থায়ী বিকাশের বিষয় ও মোকাবিলা বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, শুধু ভৌগোলিক অবস্থানের জটিলতাই নয়, শারীরিক ও মুখমন্ডলের ভিন্নতার কারণে এখানকার নাগরিকরাও অন্যান্য রাজ্য থেকে পিছিয়ে রয়েছে৷ এজন্য উত্তর-পূর্ব রাজ্যগুলোর বাসিন্দাদের সঙ্গে আরও নিবিড় ও ভ্রাতৃত্ব সম্পর্কে তৈরি করা গেলে এই দূরত্ব আর থাকবে না বলে তিনি আশাবাদী৷
এদিনের সেমিনারে বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরি৷ তিনি আলোচনায় রাজ্যপাল তথাগত রায়ের মতই এক অভিযোগ তোলেন৷ তিনি আরও বলেন, এই সম্পর্ক কাটাতে দুপক্ষ থেকেই প্রেম ও ভ্রাতৃত্ব সম্পর্ক বাড়াতে হবে৷ উত্তর-পূর্ব রাজ্যগুলোর বাসিন্দাদের সঙ্গে দেশের অন্যান্য রাজ্যের বাসিন্দাদের সম্পর্কের দূরত্ব কমালে উত্তর-পূর্ব রাজ্যগুলোর উন্তি হবে৷ পাশাপাশি সবাই কাছাকাছি এলে তবেই রাষ্ট্রীয় বিকাশ ঘটবে বলে তিনি মনে করেন৷ তিনি আরও বলেন, স্বাধীনতার এত বছর পরও উত্তর-পূর্ব রাজ্যগুলোর তেমনভাবে উন্নতি হয়নি৷ তার অন্যতম কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা৷ কলকাতা থেকে রেলপথে উত্তর-পূর্ব রাজ্যগুলোতে যেতে যে সময় লাগে তা সড়ক পথে যাওয়া সম্ভব নয়৷ এজন্য সড়ক, রেল ও জলপথ ব্যবস্থার উন্নতির জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতার দাবি জানান তিনি৷ তিনি বলেন, এছাড়া এখানে ভারী শিল্প গড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিলে এ ধরনের শিল্প গড়া সম্ভব৷ তিনি এখানে কৃষিকার্যের ওপরও জোর দিয়েছেন তাঁর বক্তব্যে৷ এছাড়া এদিনের সেমিনারে বক্তব্য রাখেন প্রাক্তন মেজর জেনারেল কে কে গাঙ্গুলি৷
2016-03-30