শিক্ষক বদলীর প্রতিবাদে সুকলে তালা, জাতীয় সড়ক অবরোধ মুঙ্গিয়াকামীতে

school studentsনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ মার্চ৷৷ শিক্ষক বদলীর প্রতিবাদে তেলিয়ামুড়ার মহকুমার মুঙ্গয়াকামী ব্লকের অধীন মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে সোমবার দুপুর ১২-৩০ মিনিট নাগাদ, অবরোধ চলে পৌনে তিনটা নাগাদ অবশেষে তেলিয়ামুড়া মহকুমা শাসক ডিম্বিসার ভট্টাচার্য ও বিদ্যালয় পরিদশক শিরোমনি দেববর্মার হস্তক্ষেপে এবং তাদের দাবী পুরনের চেষ্টার আশ্বাস দিলে ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নেয়৷
ঘটনায় জানা যায় মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইংরেজী বিষয় শিক্ষক মিঠুন দেববর্মার বদলীর আদেশ আসে গত ১৫ই মার্চ৷ এরই মধ্যে ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষক কে বারবার জানিয়ে বদলীর আদেশ আটক করার জন্য বলে, কোন কাজ না হওয়ায় আজ সকাল ১১টা নাগাদ বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে একাত্রিত তালাবন্ধী করে দেয়৷ এরই মধ্যে এই বিদ্যালয়ের একটি কক্ষ্যে চলছিল সর্বশিক্ষা অভিযানের প্রশিক্ষন শিবির তাদের কেও কক্ষ থেকে বের করে দিয়ে দরজায় তালা লাগিয়ে দেয় ছাত্র-ছাত্রীরা৷
এর পরই বিমুদ্ধ ছাত্র-ছাত্রীরা বিষয় শিক্ষকের বদলী নীতি কে না মেনে প্রায় সকাল ১২টা নাগাদ জাতীয় সড়ক অবরোধ করে৷ তাদের দাবী হল বিষয় শিক্ষককের বদলী আটকাতে হবে অন্যথায় অন্য কোন ইংরেজী বিষয় শিক্ষক নিয়োগ করতে হবে৷ প্রায় দুঘন্টা চলে তখন অবরোধ এরই মধ্যে অবরোধের দুই পাশে কয়েকশত গাড়ি দাড়িয়ে পরে৷ শুরু হয় যাত্রী দের মধ্যে ক্ষোভ৷ আটকাপরা একজন ছাত্রী আমাদের প্রতিবাদ প্রতিনিধিকে জানান এরকম পথ অবরোধ অযৌক্তিক৷
এরই মধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এস ডি এম বিম্বিসার ভট্টাচার্য্য৷ বিদ্যালয় পরিদর্শক শিরোমনি দেববর্মা, এস ডি পি ও-সুভাষ চন্দ্র দেববর্মা সহ অনেকে প্রায় আধঘন্টা চেষ্টা করে মহকুমা প্রাথমিক বিম্বিসার ভট্টাচার্য্য এবং বিদ্যালয় পরিদর্শক শিরোমনি দেববর্মা তাদের দাবী পুরনে চেষ্টার আশ্বাস দিলে ছাত্র-ছাত্রীরত্রা জাতীয় সড়ক পথ অবরোধ তুলে নেয়৷
School lockএমন প্রশ্ণ কথায় পথ অবরোধ এবং কোন না কোন দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া আজকাল কার বিক্ষুভ দেখানোর এক নয়া ফ্যাসান হয়ে দাড়িয়েছে৷ তবে কি মুঙ্গিয়াকামী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষাগত মান এমন পর্যায়ে নিয়ে গেছে সে যে শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষা গুরুকেই তালা বন্দী করে রাখার মতও ঘটনা সামনে আসতে শুরু করে দিয়েছে৷