BRAKING NEWS

দলিত, আদিবাসীদের থেকে কেউ সংরক্ষণ অধিকার কেড়ে নিতে পারে না ঃ প্রধানমন্ত্রী

modiনয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): সংরক্ষণ একটি অধিকার, দলিত, আদিবাদী ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে কেউ তা কেড়ে নিতে পারে না| এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার ভারতীয় সংবিধানের জনক বি আর আম্বেদকরের স্মারক বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, দলিত, আদিবাদী ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে কেউ সংরক্ষণ অধিকার কেড়ে নিতে পারে না|
বিরোধীরা মিথ্যে প্রচার করছে, এমনই দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, দুই মেয়াদ প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী জী| তখন এমন কিছুই ঘটেনি| প্রধানমন্ত্রীর কথায়, বিজেপি পরিচালিত সরকার কখনই দলিত স্বার্থের বিরোধিতা করে না| সংরক্ষণ নিয়েও দলিতদের পক্ষেই আছে সরকার| এরপরই প্রধানমন্ত্রী বলেছেন, সংরক্ষণ একটি অধিকার| কেউ তা কেড়ে নিতে পারে না| এদিন রাজধানীতে ড. বি আর আম্বেদকরের নামে একটি স্টেট অফ দ্য আর্ট মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী| একই সঙ্গে আম্বেদকরের সম্পূর্ণ কাজের বিবরণ দেওয়া একটি ওয়েব পোর্টালের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী|

বাবাসাহেব আম্বেদকর একজন বিশ্ব মানব ঃ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): বাবাসাহেব আম্বেদকর একজন বিশ্ব মানব| এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার রাজধানীতে ড. বি আর আম্বেদকরের নামে একটি স্টেট অফ দ্য আর্ট মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী| একই সঙ্গে আম্বেদকরের সম্পূর্ণ কাজের বিবরণ দেওয়া একটি ওয়েব পোর্টালের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী| আম্বেদকরের স্মারক বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, ড. আম্বেদকর সমাজের কাছে একটাই বার্তা পেঁৗছে দিতে চেয়েছেন| তিনি বার বার বলেছেন শিক্ষা মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ| শিক্ষাই জীবনে শক্তি নিয়ে আসে| শিক্ষার প্রসারে তিনি ভারতের মানুষকে পথ দেখিয়েছিলেন|
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ড. আম্বেদকর সব সময় বিশ্বাস করতেন সমুদ্রপথে ভারতের শক্তি অসীম| মোদীর কথায়, দেশের প্রত্যেক শ্রমিকের কাছে ভগবানের মতো ছিলেন বাবাসাহেব আম্বেদকর| তিনিই ভারতের শ্রম আইনের প্রধান রূপকার ছিলেন| আম্বেদকরের স্মারক বক্তৃতায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, বাবাসাহেব সমাজের প্রন্তিক মানুষদের প্রতীক ছিলেন| তিনি বিশ্ব মানব ছিলেন| তিনি শুধুমাত্র ভারতের নন, তিনি সারা বিশ্বের| তিনি বিশ্ব নেতা ছিলেন| পৃথিবীর কাছে যেমন মার্টিন লুথার কিং, তেমনই আমাদের কাছে বাবাসাহেব আম্বেদকর| উল্লেখ্য, ভারতের সংবিধানের জনক ড. আম্বেদকরের ১২৫ তম জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই পদক্ষেপ সরকারের তরফে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *