নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ সোমবার সকাল সাতটা নাগাদ ত্রিপুরায় প্রবেশের পথে অসম গেইটে বেআইনীভাবে নিয়ে আসা মদের কার্টন সহ একটি লরি আটক করেছে অসম পুলিশ৷ ঐ গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় দুশো কাটুন বিলেতি মদ উদ্ধার করা হয়েছে৷ উদ্ধার করা বিলেতি মদের আনুমানিক মূল্য চার লক্ষ দশ হাজার টাকা৷ জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক দপ্তরের কর্মকর্তারা অসম গেইটে সোমবার সকাল সাতটা নাগাদ লরিটি আটক করেন৷ লরিটির নম্বর এএস০১এ-১২১৬৷ ঐ লরিতে তল্লাশি চালিয়ে দুশো কাটুন বিলেতি মদ উদ্ধার করা হয়৷ উদ্ধার করা বিলেতি মদগুলো অসম এবং ত্রিপুরায় বিক্রয় নিষিদ্ধ৷ শুধুমাত্র কেরেলার জন্য এই বিলেতি মদ বিক্রির অনুমতি রয়েছে৷ অসম ও ত্রিপুরায় এই বিলেতি মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ কর ফাঁকি দিয়ে অসম থেকে এই বিলেতি মদ ত্রিপুরায় নিয়ে আসা হচ্ছিল৷ তখনই গোপন খবরের ভিত্তিতে অসমের শুল্ক দপ্তরের কর্মকর্তারা গাড়িটি আটক করে তল্লাশি চালান৷ তল্লাশি চালানোর সময় ঐ গাড়ি থেকেই বিলেতি মদগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে৷ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে শুল্ক দপ্তর সূত্রে জানানো হয়েছে৷
2016-03-22