নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ মার্চ৷৷ আজ দুপুরের অল্প বৃষ্টিতে রাস্তার কারপেটিং জল গড়িয়ে যাবার সময় ড্রেইনে যায়৷ কারপেটিং করার দুই এক দিন পর রাস্তার অনেক অংশে ঘাস গজিয়ে উঠতে শুরু করেছে৷ এত নিম্নমানের কাজ হয়েছে শ্রী রামপুর আক্তাপাড়ার রাস্তায়৷ এলাকায় জনসাধারণের অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু হয়েছে৷ ঊনকোটি শহরে সভাপতিসহ কয়েক শত জনসাধারনের যাতায়াতের একমাত্র রাস্তা৷ এলাকাবাসির দাবী পরিপেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর রাস্তা মেটেলিং এর কাজ শেষ করে কারপেটিং খুবু দ্রুত গতিতে শেষ করে৷ ঠিকাদার এলাকাবাসীকে জানিয়ে ছিল যে রাস্তার কাজ শক্ত আকারে করা হবে৷ কিন্তু এত নিম্নমানের কাজ হয়তো এই মহকুমায় আর কোথাও হয়েছে কি জানা নেই এই কথা বলেন আক্তাপাড়ার কয়েকজন বাসিন্দা৷ গত কয়েক দিন পূর্বে রাস্তার মেডেলিং শুরু হয়৷ গত কাল যে অংশ মেটেলিং করা হয়েছিল তার মধ্যে বেশ কিছু অংশ আর দুপুরের বৃষ্টির জলে উঠে গেছে৷ যদি বড় মাপের বৃষ্টি হতো তাহলে পুরো রাস্তার কারপেটির রাস্তার পাশে ড্রেইনে চলে যেতে এমটা মনে করেন এলাকার বাসিন্দা৷ তারা জেলাশাসক, মহকুমাশাসক ও সংশ্লিষ্ট দপ্তরের বড় কর্তারা সর জমিনে কাজ তদন্ত করার দাবী রাখছেন, প্রায় এক কিলোমিটার রাস্তার কাজে যদি এমটাই অবস্থা তাহলে অন্যান্য কাজের অবস্থা কিরূপ তা নিয়ে কথা বলছেন অনেকেই৷
2016-03-21