BRAKING NEWS

পৃথক স্থানে অগ্ণিদগ্দ দুই নির্যাতিতা গৃহবধূর মৃত্যু হাসপাতালে

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ পৃথক স্থানে অগ্ণিদগ্দ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই গৃহবধূর বুধবার মৃত্যু হয়েছে৷ পূর্ব আগরতলা থানাধীন রামঠাকুর সংলগ্ণ এলাকার চারিপাড়ার জয়া দাস এবং সুভাষ নগরের বিশাখা ভৌমিক আজ মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ পৃথক দুটি ঘটনায় অভিযুক্ত এক স্বামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ কিন্তু অপরজন পালিয়েছে৷
জানা গেছে, পূর্ব আগরতলা থানাধীন সুভাষনগরের গৃহবধূ বিশাখা ভৌমিক বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ গত ১৪ মার্চ তাকে অগ্ণিদগ্দ অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ ঘটনার বিবরণে প্রকাশ, শ্বশুর বাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বিশাখা ভৌমিক৷ তার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ স্বামী চন্দন ভৌমিক বিয়ের পর থেকেই স্ত্রীর উপর অমানসিক অত্যাচার করত৷ তাতে শ্বশুর শাশুড়ি ইন্ধন জোগাতেন৷ স্বামী ও শ্বশুর শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরেই বিশাখা ভৌমিক শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেন তার বাপের বাড়ির লোকজনরা৷ ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করানো হয়৷ এই ঘটনায় ঐ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগের ভিত্তিতে স্বামী চন্দন ভৌমিককে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ ইতিমধ্যে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়৷ এনিয়ে পূর্ব মহিলা থানায় ডেপুটেশানও দেয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডুকলি অঞ্চল কমিটির৷ কিন্তু আজ সকালে জিবি হাসপাতালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঐ গৃহবধূ৷ তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের সদস্যরা৷
এদিকে, টানা আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার ভোর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন জয়া দাস৷ ঘটনার বিবরণে প্রকাশ, গত ৮মার্চ তাকে প্রচন্ড মারধর করে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় গৃহবধূর স্বামী স্বপন দাস৷ পারিবারিক সূত্রে জানা গেছে, বার বছর আগে তাদের সামাজিকভাবে বিয়ে হয়েছিল৷ অভিযুক্ত স্বামী আগরতলা পুর নিগমে চাকুরি করেন৷ অভিযোগ বিয়ের পর থেকেই ঐ গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী৷ এরই মধ্যে তাদের দুটি পুত্র সন্তানের জন্ম হয়৷ কিন্তু, অত্যাচারের মাত্রা কখনোই কমেনি৷ অভিযোগ, গত ৮মার্চ অভিযুক্ত স্বপন দাস তার স্ত্রী জয়া দাসকে প্রচন্ড মারধরের পর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ আশঙ্কাজনক অবস্থায় অগ্ণিদগ্দা জয়া দাসকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, টানা ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন জয়া দাস৷ মৃতার পরিবারের তরফে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ মৃতার পরিবারের তরফে এও জানানো হয় স্ত্রীর মৃত্যুর পরেই হাসপাতাল থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী স্বপন দাস৷ তাকে অবিলম্বে গ্রেপ্তারের এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *