BRAKING NEWS

শৌচালয় নির্মাণে দুর্নীতির অভিযোগ

scamনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ চানমারিতে বাড়ি বাড়ি কেন্দ্রীয় নির্মল ভারত প্রকল্পের সেনেটারি লেট্রিন নির্মাণে ব্যাপক দূর্নীতির অভিযোগ উঠেছে৷ ক্ষুভে ফুসছেন বেনিফিসারিরা৷
কেন্দ্রীয় সরকার জনস্বার্থে যে সমস্ত প্রকল্প আনছে তাতে ব্যাপক দূর্নীতি হচ্ছে বলে অভিযোগ৷ একাংশের অর্থের প্রতি লোভ কেন্দ্রীয় সরকারের নানাবি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ জনগন৷ এমনই কান্ড ঘটেছে কেন্দ্রীয় নির্মল ভারত অভিযান প্রকল্পের সেনেটারি লেট্রিন নির্মাণ ক্ষেত্রে৷ পুর নিগমের অন্তর্ভুক্ত চানমারি তথা ৬ নম্বর ওয়ার্ড এলাকায় সেনেটারি লেট্রিন নির্মাণে এমনই দূর্নীতি চলছে৷ তদারকির দায়িত্বে রয়েছে পুর নিগম৷ কিন্তু নিগমের এই তথাকথিত তদারকির মধ্যেই চানমারি এলাকায় বিভিন্ন বাড়িতে এই প্রকল্পের যে সমস্ত সেনেটারি লেট্রিন তৈরি হচ্ছে সেগুলোর অন্যন্ত নিম্নমানের বলে অভিযোগ৷ ইট, বালি, সিমেন্ট সমস্ত কিছুতে ঘোটালা করা হচ্ছে৷ এমনকি নির্ধারিত নিয়মে বানানো হচ্ছে না লেট্রিনগুলি৷ লেট্রিন বানানোর জন্য যে নির্দিষ্ট মাটি কাটার কথা, সে মোতাবেক করা হয়নি বলে অভিযোগ৷ সুবিধাভোগী বেনিফিসারিরা এসমস্ত বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন৷ জনৈক বেনিফিাসারি ক্ষোভ প্রকাশ করে বলেন, লেট্রিন নির্মাণে চরম দূর্নীতি হচ্ছে৷ এসব বিষয়ে সরব হয়েও কোন কাজ হচ্ছে না৷ তাতে ঠিকোদররা এবং নিগমের একাংশ আধিকারীক লেট্রিন নির্মাণের অর্থ হাফিস করে দিচ্ছেন৷ বেনিফিসারিদের মতে, কেন্দ্রীয় নির্মল ভারত প্রকল্পের নামে মূলত লোক ঠকানো হচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের অর্থ লুঠের ধান্দায় মেতেছে একাংশ বলে বেনিফিসারিদের অভিযোগ৷ ফলে, এই নিম্নমানের লেট্রিন নির্মাণকে ঘিরে বেনিফিসারিদের ক্ষোভের বহিপ্রকাশ যেকোন দিন ঘটতে পারে বলে আশংকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *