BRAKING NEWS

বেসরকারীকরণের উদ্যোগের তীব্র বিরেধীতা ব্যাঙ্কের রিটায়ার্ড স্টাফদের

TGBনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর সাথে গ্রামীণ ব্যাঙ্কগুলোকেও বেসরকারীকরণের কেন্দ্রীয় প্রচেষ্টায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রিটায়ার্ড স্টাফ এসোসিয়েশন৷ সংগঠনের দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সাধারণ সম্পাদক এই কথা জানান৷
উল্লেখ্য, ত্রিপুররা গ্রামীণ রিটায়ার্ড স্টাফ এসোসিয়েশনের দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলন রবিবার আগরতলায় টিবি এসোসিয়েশনের সভাগৃহে অনুষ্ঠিত হয়৷ সংগঠনের সভাপতি এই সম্মেলনের উদ্বোধন করেন৷ রাজ্যভিত্তিক দুটি এবং জাতীয় ক্ষেত্রের তিন দফা দাবির ভিত্তিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এদিন সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রিটায়ার্ড স্টাফ এসোসিয়েশনের সাধারণসম্পাদক প্রদীপ সেনগুপ্ত জানান, স্পন্সর ব্যাঙ্কগুলোর মত গ্রামীণ ব্যাঙ্ক কর্মচারীদের বেতনভাতা প্রদান করা হলে পেনশনের ক্ষেত্রে সে নিয়ম চালু হচ্ছে না৷ পেনশনার্সদের ক্ষেত্রে এই প্রথা চালু করা, দেশের ৫২টি গ্রামীণ ব্যাঙ্ককে নিয়ে একটি জাতীয় গ্রামীণ ব্যাঙ্ক গঠন করা, কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর পাশাপাশি গ্রামীণ ব্যাঙ্কগুলোকেও বেসরকারী করণের অপপ্রচেষ্টা চালানোর বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্রভৃতি বিষয়গুলো নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে৷উল্লেখ্য, ২০১২ সালে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রিটায়ার্ড স্টাফ েেসাসিয়েশনের প্রথব দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এর চার বছর বাদে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিথ হল৷ এদিনের সম্মেলনে ৮৬ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *