BRAKING NEWS

বন্য হাতির তান্ডবে লন্ডভন্ড কল্যাণপুরের বাহাদূর পাড়া, বন দপ্তর নিধিরাম সর্দার

Elephantনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১২ মার্চ৷৷ খোয়াই জেলার অন্তর্গত কল্যানপুর, তেলিয়ামুড়ার প্রত্যন্ত অঞ্চল সহ বিস্তীর্ণ এলাকায় বুনো হাতির তান্ডবে বহু বছর যাবৎ নাজেহাল সাধারন মানুষ৷ প্রাণ সংশয় নিয়েই রাতের পর রাত কাটাতে হচ্ছে মানুষকে৷ কিন্তু বন দপ্তরের কুম্ভনিদ্রা ভাঙছেনা৷ শুক্রবার গভীর রাতেও বুনো হাতির তান্ডবের স্বীকার হলো কল্যানপুরের উপজাতি অধ্যুষিত এলাক বাহাদুর পাড়ার জনগন৷ [vsw id=”6t_BENIx1ds” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]বুনো হাতির দল অতর্কিতে হামলা চালায় স্থানীয় বিনয় দেববর্মার বাড়ীতে৷ তখন গভীর নিদ্রায় ছিলেন সকলে৷ আচমকাই বুনো হাতির দল এলাকায় হামলা চালায়৷ ব্যাপক ক্ষতির সম্মুখিন হয় গ্রামের বেশ কিছু বাড়ী-ঘর৷ ঘরের আসবারপত্র সহ মূল্যবান সামগ্রী ভেঙে পেলে বুনো হাতির দল৷ গ্রামবাসীদের অভিযোগ বছরের পর বছর এভাবেই আতঙ্ক নিয়ে কাটাতে বাধ্য হচ্ছেন স্থানীয় জনগন৷ কারন বন দপ্তরকে কঠিন সময়ে কাছে পাওয়া দুস্কর৷ তাছাড়া হাতির আক্রমনের খবর দেওয়া হলেও বনকর্মীরা ঘটনাস্থলে আসেননা৷ বন দপ্তর শুধু কল্যানপুরেই নয়, তেলিয়ামুড়ার প্রত্যন্ত অঞ্চলগুলিতেও জনগনের ক্ষোভের কারন হয়ে উঠেছে৷ কারন প্রতিটি বন দপ্তরের অধীন এলাকাতেই বন কর্মীদের দীর্ঘ টালবাহানা আর অদাসীনতার স্বীকার হচ্ছেন জনসাধারন৷ শুধুমাত্র চোরাই কাঠ ধরতেই নাকি বন কর্মীদের উদ্যোগ ও উচ্ছাস দেখা যায়, অভিযোগ জনগনের৷ শুক্রবার কল্যানপুরে বাহাদুর পাড়ায় হাতির আক্রমণের স্বীকার বাড়ী-ঘরে টিভি, ফ্রীজ সহ মূল্যবাহ আসবার পত্র ভেঙে চুমার হয়ে গেলেও বনকর্মীরা সেখানে একবার যাওয়ার প্রয়োজন বোধ করেন নি৷ প্রচন্ড ক্ষোভের সাথেই জানালেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন৷ বন কর্মীদের হদিশ না পেয়ে বিনয় দেববর্মা ও তাঁর স্ত্রী পাবর্বতী দেববর্মা নিজেরাই নেমে পড়েন হাতির তান্ডব শেষে অবশিষ্টগুলো কুড়িয়ে নিতে৷ এভাবে দিনের পর দিন ক্ষতির সম্মুখিন হচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *