নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ মার্চ৷৷ প্রতিদিনই বর্হিরাজ্য থেকে ত্রিপুরা মূলদ্বার চুড়াইবাড়ি গেইটে সমঝোতার মাধ্যম ত্রিপুরায় প্রবেশ করছে কর ফাঁকি দেওয়া দ্রব্যসামগ্রী৷ আবারও তেলিয়ামুড়া বিক্রয় কর দপ্তরের হাতে ধরা পড়ল ১০ লক্ষাধিক মূল্যের কর ফাঁকি দেওয়া দ্রব্য সামগ্রী৷
বিক্রয় কর দপ্তরের আধিকারিক নীরঞ্জন দাসের নেতৃত্বে দপ্তরের কর্মীরা গত কাল রাত ৮টা নাগাদ মুঙ্গিয়াকামী থেকে প্রতিদিনের মত তল্লাশি করতে গিয়ে এএসওআই-ইসি-৪৩২৮ নম্বরের গাড়ি থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ রেডিমেড পোশাক, বেল্ট যেগুলি পশ্চিমবঙ্গ থেকে আগরতলা কোন এক দোকানের জন্য আনা হচ্ছিল সম্পূর্ণ করফাঁকি দিয়ে৷ সেগুলির হদিশ পায়৷ গাড়িটিকে স ঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া বিক্রয়কর দপ্তরে নিয়ে আসে এবং সামগ্রীগুলি দপ্তরের গোডাউনে আটক করে রাকে৷ তবে কিভাবে ত্রিপুরার প্রবেশদ্বার চুড়াইবাড়ি হয়ে ত্রিপুরায় কর ফাঁকি দেওয়া দ্রব্য সামগ্রীগুলি আসছে তা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ণচিহ্ণের দেখা দিচ্ছে৷ প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকবার এই ধরনের সামগ্রী আটক করেছে পুলিশ৷ প্রতিটি ক্ষেত্রেই জনমনে প্রশ্ণ উঠছে কিভাবে চুরাইবাড়ি গেইটের কর্মীরা ঐসব যানবাহনকে ছাড়পত্র দিয়ে দিচ্ছে সঠিকভাবে চেকিং না করে৷
2016-03-12