নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.) : কানহাইয়া কুমারকে পর এবার তাঁর দুই সহপাঠী উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার পাওয়া গেল দিল্লিতে| যন্তমন্তরের সামনে ওই পোস্টারটি পাওয়া যায় বলে জানা গিয়েছে| এরআগে কানহাইয়া কুমারকে গুলি করে মারলে ১১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে পোস্টার পড়েছিল| এবার জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার এবং তাঁর দুই সহপাঠী উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার পাওয়া গেল দিল্লিতে| বিভিন্ সোশাল সাইটে সেটির ছবি ছড়িয়ে পড়ে| যদিও সেখানে সেরকম কোনও পোস্টার পাওয়া যায়নি বলে দাবি পুলিশের|
পোস্টারে লেখা রয়েছে, দেশদ্রোহীদের গুলি করাটা জাতীয় কর্তব্য| উমর খালিদ, অনির্বান ভট্টাচার্য ও কানহাইয়াকে আমাদের গুলি করা উচিত| ওই পোস্টারটিতে একটি ফোন নম্বর ও এক ব্যক্তির পাসপোর্ট সাইজ ফোটোগ্রাফও ছিল| এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার যতীন নারওয়াল|
2016-03-12