BRAKING NEWS

রাজ্যসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী ঝর্ণা দাশ বৈদ্য মনোনিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ সমস্ত জল্পনা কল্পনার অবসান হয়ে গেল৷ রাজ্যসভায় সিপিএমের প্রার্থী হচ্ছেন ঝর্ণা দাশ বৈদ্য৷ রবিবার সিপিএম রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ একাধিক ইস্যু নিয়ে বৈঠক করেছে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি৷ রবিবার ভারতীয় সময় সকাল ১০ টায় দিকে আগরতলার মেলার মাঠ এলাকার DSC_1541দলের ত্রিপুরা রাজ্য কমিটির প্রধান কার্যালয় দশরথ দেব স্মৃতি ভবনে এ বৈঠকের আয়োজন করা হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন, দলের পলিট ব্যুরো সদস্য তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য সম্পাদক বিজন ধর সহ রাজ্য সম্পাদক মণ্ডলী ও রাজ্য কমিটির সব সদস্য৷ দলীয় সূত্র জানায়, বৈঠকে আলোচনার মূল তিনটি বিষয় হলো পশ্চিমবঙ্গে সিপিআই (এম) এবং কংগ্রেস দলের মধ্যে নির্বাচনী জোট হতে যাচ্ছে, অথচ ত্রিপুরায় কংগ্রেস দল প্রধান বিরোধী৷ এ বিষয়ে কী কৌশল নেওয়া উচিৎ তা নিয়ে আলোচনা৷ দ্বিতীয়টি ত্রিপুরা রাজ্যের একমাত্র রাজ্যসভা আসনের মেয়াদ শেষ হচ্ছে, আগামী ২১ মার্চ এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ বর্তমান রাজ্যসভার সংসদ সদস্য ঝর্ণা দাশ বৈদ্যের স্থানে নতুন কাকে নিয়ে আসা যায় সেই বিষয়ে আলোচনা৷ তৃতীয় সদ্য সমাপ্ত রাজ্যের এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্ট ব্যাপক সাফল্য পেলেও বামদের এমন কিছু শক্ত ঘাঁটিতে থাবা বসিয়েছে আই পি এফটি এবং আইএনপিটি দল, এর কারণ খোঁজার চেষ্টার পাশাপাশি নির্বাচনী ফলাফল নিয়ে পর্যালোচনা৷ সন্ধ্যায় বৈঠক শেষে দলের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন রাজ্যসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী হিসেবে মনোনিত করা হয়েছে ঝর্ণা দাশ বৈদ্যকেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *