নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ আগরতলা শহর ও শহরতলী এলাকায় নানা কায়দায় দেহব্যবসা গজিয়ে উঠতে শুরু করেছে৷ অভয়নগর সুকল সংলগ্ণ এলাকায় একটি গাড়ি থেকে গতকাল গভীররাতে অসংলগ্ণ অবস্থায় একযুবক

ও এক যুবতীকে আটক করেছে স্থানীয় যুবকরা৷ অভয়নগর সুকল সংলগ্ণ তুহিন দেবনাথের বাড়িতে দীর্ঘ দিন ধরেই দেহব্যবসা চলছিল৷ বহিরাগতদের এনে ওই বাড়িতে রমরমা দেহব্যবসা চালানো হতো৷ বিষয়টি স্থানীয় মানুষের পক্ষ থেকে বহুবার অভয়নগর আউট পোস্টের পুলিশকে জানানো হয়৷ পুলিশ এব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি৷ শেষ পর্যন্ত গতকাল রাত তিনটা নাগাদ স্থানীয় যুবকরা আঁচ পেয়ে বাড়িটি ঘেরাও করে ওই বাড়ি থেকে এক যুবক ও এক যুবতীকে অসংলগ্ণ অবস্থায় আটক করেন৷ তাদেরকে উত্তম মধ্যম দেওয়া হয়৷ মেয়েটির বাড়ি আড়ালিয়া এলাকায়৷ ছেলেটির বাড়ি দমদমিয়ার লেম্বুছড়া এলাকায়৷ উত্তম মধ্যম খেয়ে মেয়েটি জানায় ৫০০ টাকার বিনিময়ে তাকে আনা হয়েছে৷ স্থানীয় যুবকরা ৪ হাজার টাকার বিনিময়ে তাদেরকে পুলিশের হাতে তুলে না দিয়ে ছেড়ে দিয়েছে৷ এদিকে বাড়ির মালিক তুহিন দেবনাথ পালিয়ে গেছে৷