নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): `স্বচ্ছ ভারত’ বা `জন ধন যোজনা’-র মতো প্রকল্পগুলির কাজ বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে পুরস্কার পাবেন আমলারা| পুরস্কার দেওয়া হবে আগামী ২১ এপ্রিল, জাতীয় সিভিল সার্ভিস দিবসের দিন| প্রশাসনিক কাজে সাফল্যের জন্য নানা দফতরের সচিবদের পুরস্কৃত করার বিষয়টি একেবারে নতুন নয়| দেওয়া হয় স্মারক, আর্থিক পুরস্কার| তবে এবার একটু আলাদা| পুরস্কারের মাপকাঠি হিসেবে এবারে জোর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন ধন যোজনা, স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ বিদ্যালয় মিশনের মতো প্রকল্পগুলিকে| এগুলিকে সফল করতে যে আমলারা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন, সরকার তাঁদেরই পুরস্কৃত করবে|
প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, সারা বছর ধরে নানা সরকারি প্রকল্প বাস্তবায়নে খাটাখাটনি করেন আমলারা| এই পুরস্কার তাঁদের কাজের প্রতি সম্মান জানানোর একটা উপায়| সরকার প্রকল্প ঘোষণা করে, কিন্তু তার বাস্তবায়নের দায়িত্ব থাকে আমলাদের ওপর| ফলে, তাঁরা দেশের মানুষের কথা না ভাবলে উন্নয়ন সর্বস্তরে পৌঁছনো সম্ভব নয়|