নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ জিরানিয়ার মোহনচন্দ্র পাড়ায় শিশু কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ ও তার মা বাবাকে মারধরের ঘটনায় অভিযুক্তকে সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত৷ সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম দিলীপ দেববর্মা৷ ২০০৮ সালের ১৫ জানুয়ারি জিরানিয়া থানাধীন মোহনপাড়ায় দিলীপ দেববর্মা নামে এক লম্পট প্রতিবেশী রবীন্দ্র দেববর্মার বাড়িতে হানা দিয়ে স্বামী স্ত্রীকে মারধর করে ৭ বছরের শিশু কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে এনে ফেলে দিয়ে যায় দিলীপ দেববর্মা৷ এব্যাপারে জিরানিয়া থানায় মামলা দায়ের করা হয়৷ আদালতে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ ১১ জন এই মামলায় সাক্ষী দেন৷ ফাস্টট্রেক আদালত বিচারক এস কে মজুমদার এই মামলার রায়ে দিলীপ দেববর্মাকে দোষী সাব্যস্ত করেন৷ আসামী দিলীপ দেববর্মাকে ভারতীয় দন্ডবিধির ৩৬৬ ধারায় এবং ৩৭৬ (দুই) উপধারায় তাকে দোষী সাব্যস্ত করে৷ ৩৬৬ ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো একমাস হাজতবাসের নির্দেশ দেওয়া হয়৷ ৩৭৬ দুই উপধারায় ১২ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩মাসের সশ্রম কারাদন্ড ঘোষণা করেন বিচারক৷ দোষী সাব্যস্ত দিলীপ দেববর্মার বিরুদ্ধে দুটি শাস্তি একই সঙ্গে চলবে৷
2016-02-28