নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ ভিলেজ কমিটি নির্বাচনে প্রত্যাশিতভাবে জয়ী বামেরা৷ শনিবার প্রাথমিক রিপোর্টে জানা গেছে, ৪২টি ব্লকের গণনা সম্পন্ন হয়েছে৷ তাতে বামেরা ২৪২৮ আসনে জয়ী হয়েছে৷ সংবাদ লেখা পর্যন্ত ৩৬৯৫টি আসনের মধ্যে এদিন ২৯০২টি আসনের ফলাফল বেরিয়েছে বলে জানা গেছে৷ তাতে স্বাভাবিকভাবে শাসক দল সিপিএম সহ বামেরা এগিয়ে রয়েছে৷ তবে, ভিলেজ কমিটিতে বিপুল মাত্রায় প্রচার সত্ত্বেও আইপিএফটিকে নিশ্চিহ্ণ করা সম্ভব হয়নি৷ আইএনপিটিও বেশ কয়েকটি আসনে জয়ী হয়েছে৷ তবে, কংগ্রেস এবং বিজেপি তেমন একটা ফলাফল করতে পারেনি৷ সম্প্রতি সমাপ্ত উপনির্বাচনে বিজেপির উত্থান হলেও পাহাড়ে ঘাঁটি গড়ে তুলতে পারেনি এই দল৷ সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, বিজেপির দখলে গেছে মাত্র ৪৫টি আসন৷ পিছিয়ে রয়েছে কংগ্রেসও৷ প্রাচীন এই দলটির দখলে রয়েছে ৫১টি আসন৷
প্রাথমিক রিপোর্টে জানা গেছে, ৩৬৯৫টি আসনের মধ্যে সিপিআইএম ২৪০২টি, আইপিএফটি ২০২টি, আইএনপিটি ১৪৯টি, কংগ্রেস ৫১টি, বিজেপি ৪৫টি, আরএসপি ১২টি, টিএসপি ১১টি, সিপিআই ৯টি এবং নির্দল ৮টি, টিপিপি ৮টি এবং ফরোয়ার্ড ব্লক ২টি দখল করেছে৷ ইতিমধ্যে ভিলেজ কমিটিতে ৯০১ টি আসনে সিপিএম এবং ১টি আসনে আইপিএফটি বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছিল৷ ফলে, এদিন, প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে ভিলেজ কমিটি নির্বাচনে সিপিএমের পর দ্বিতীয় স্থানে রয়েছে আইপিএফটি৷ এখনো ৭৭৩টি আসনের ফলাফল বাকি রয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা গভীর রাত পর্যন্ত চলবে৷ ফলে, ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলের পূর্ণাঙ্গ চিত্র আগামীকালই মিলবে৷
প্রাথমিক রিপোর্টে জানা গেছে, ৪৩টি ভিলেজ কমিটিতে বিরোধিরা নিশ্চিহ্ণ হয়ে গেছে৷ সবকটি আসনে বামেরাই জয়ী হয়েছে৷ ইতিমধ্যে ৫৯টি ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বামেরা জয়ী হয়ে রয়েছে৷ জানা গেছে, ঊনকোটি জেলায় চন্ডীপুরে ৪টি ভিলেজ কমিটিতে ২৯টি আসন, ধলাই জেলার দূর্গাচৌমুহনী ব্লকের ৬টি ভিলেজ কমিটিতে ৩৯টি আসন, পশ্চিম জেলায় ডুকলি ব্লকে ২টি ভিলেজ কমিটিতে ১৪টি আসন, পুরাতন আগরতলা ব্লকের ৩টি ভিলেজ কমিটিতে ১৬টি আসন, জিরানিয়া ব্লকে ৪টি ভিলেজ কমিটিতে ১৬টি আসন, সিপাহিজলা জেলায় বক্সনগর ব্লকে ৩টি ভিলেজ কমিটিতে ১৫টি আসন, কাঁঠালিয়া ৫টি ভিলেজ কমিটিতে ৩০টি আসন, দক্ষিণ জেলায় জুলাইবাড়ি ব্লকে ৯টি ভিলেজ কমিটিতে ৬২টি আসন, রাজনগর ব্লকে ১টি ভিলেজ কমিটিতে ৭টি আসন, বিসি নগর ব্লকে ১টি ভিলেজ কমিটিতে ৫টি আসন এবং ঋষ্যমুখ ব্লকে ৫টি ভিলেজ কমিটিতে ২৩টি আসনে সবকটিতে বামেরা জয়ী হয়েছে৷
উল্লেখ্য, রাজ্যে ৫৮৭টি ভিলেজ কমিটি রয়েছে৷ তাতে ৫২৮টি ভিলেজ কমিটিতে প্রতিদ্বন্দ্বীতা হয়েছে৷ মোট আসন ৪৫৯৭টি আসনের মধ্যে ৩৬৯৫টি আসনে এবছর প্রতিদ্বন্দ্বীতা হয়েছে৷ এদিন সকাল আটটা থেকে ৫২টি ব্লকের ৫১টি গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে৷ গণনাকে ঘিরে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝামেলা হলেও রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোট গণনা শান্তিপূর্ণভাবেই চলছে৷ সংবাদ লেখা পর্যন্ত যে কয়টি ভিলেজ কমিটির আসনের ফলাফল বেরিয়েছে তার পূর্ণাঙ্গ চিত্র মিলেনি৷
এদিন, এক প্রেস বিবৃতিতে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলী ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্টকে বিপুলভাবে বিজয়ী করায় জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে৷ বিবৃতিতে সিপিএম ত্রিপুরা সম্পাদক মন্ডলীর দাবি, জনগণ আবারও বামফ্রন্টের প্রতি দৃঢ় আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছেন৷ তাঁরা শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের পক্ষে বলিষ্ঠ রায় ঘোষণা করেছেন৷ সিপিএম এবং বামফ্রন্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর এই অনৈতিক এবং সুবিধাবাদী জোট করে ভোটে নেমেছিল৷ জনগণ অবাম রাজনৈতিক দলগুলোর এই অনৈতিক আঁতাতকে পরাজিত করেছেন৷ ভোটের ফলাফলে এটাও স্পষ্টভাবে বেরিয়ে এসেছে জনগণ ত্রিপুরাকে লন্ডভন্ড করার অসৎ উদ্দেশ্য তোলা পৃথক রাজ্য গঠনের দাবি আবারও খারিজ করে দিয়েছেন৷
আজ ভোট গণনার সময় উত্তর ত্রিপুরার দামছড়া এবং দশদায় আইপিএফটি ভোট গণনা কেন্দ্রে হামলার চেষ্টা করে৷ সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী আইপিএফটির এই অগণতান্ত্রিক প্রচেষ্টার তীব্র নিন্দা করেছে এবং গণনার সময় সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জনগণকে অভিনন্দন জানিয়েছে৷ নির্বাচন কমিশন, নিরাপত্তা এবং আরক্ষা কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে ভোট গণনার ব্যবস্থা করায় তাদেরও ধন্যবাদ জানানোর পাশাপাশি নির্বাচনোত্তর পরিস্থিতিতে সর্বত্র শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য রাজ্য সম্পাদক মন্ডলী সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ করেছে৷