কঠোর নিরাপত্তায় গভীর রাত পর্য্যন্ত চলে ভিলেজ ভোটের গণনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, খোয়াই, তেলিয়ামুড়া, উদয়পুর,  ২৭ ফেব্রুয়ারি৷৷ শনিবার এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা চলে গভীর রাত পর্য্যন্ত৷ রাজ্যের প্রত্যেকটি ব্লক থেকে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গণনা৷ ভোট গণনাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রগুলিতে৷ পুলিশ প্রশাসনের তরফে আইন শৃঙ্খলা অক্ষুন্ন রাখার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে৷ এদিন রাতের মধ্যেই প্রতিটি ব্লকে গণনা সম্পন্ন হয়ে যাবে বলে জানা গিয়েছে৷ রবিবার সকালে সবগুলি ব্লক থেকে ফলাফল পরিস্কার হয়ে যাবে৷

1 (1)রাজ্যের উপজাতি কল্যান মন্ত্রীর বিধানসভার নিজ গ্রাম পূর্ব বাচাই বাড়ী আই পি এফ টির দখলে চলে যাওয়াতে দলীয় নেতারা চিন্তিত৷ পূর্ব বাচাইবাড়ী এডিসি ভিলেজের পাঁচটি ওয়ার্ডের নয়টি আসনে লড়াই করে আই পি এফ টি দল৷ আজ সকালে ভোট গণনা শুরু হলে দেখা যায় ভাল ব্যবধানে তিনটি ওয়ার্ডের পাঁচটি আসনে জয় পায় আই পি এফ টি৷ আর অন্যদিকে দুটি ওয়ার্ডের চারটি আসনে জয় পায় বামেরা৷ তিন চার ও পাঁচ নং ওয়ার্ডের বিরোধী পক্ষের বিজয়ীরা বিশ্বনাথ দেববর্মা, অনিতা দেববর্মা, ক্ষিবোদ দেববর্মা, গীতাবানী দেববর্মা ওশৌলেন দেববর্মা৷

আজ সকাল আটটে থেকে তেলিয়ামুড়া মহকুমা তিনটি ব্লকের গণনা চলছে৷ তেলিয়ামুড়া ব্লকের ৮টি ভিলেজ কমিটি ব্যাটল গণনা ১০টি টেবিলে চলছে৷ কল্যানপুুর ব্লকে ১২টি টেবিল এবং মুঙ্গিয়াকামীতে ১৪টি টেবিলে গণনা চলছে৷ তিনটি ব্লকেই কঠোর নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে৷ কেন্দ্রীয় অধাসাময়িক বাহিনী সি আর পি এফ জওয়ানদের দিয়ে গনণা কেন্দ্রে প্রহড়ায় রাখা হয়েছে৷ শনিবার সকাল আটটে নাগাদ গোটা মহকুমার তিনি ব্লকের গণনা চলছে৷ এদিকে ত্রিপুরা পুলিশ ও টি এস আর জওয়ানদের দিয়ে গোটা তেলিয়ামুড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে৷

এডিসি ভিলেজ কমিটির ভোট গণনা সম্পন্ন৷ পদ্মবিল ব্লকের ১৪টি ভিলেজ কমিটির ৮১টি আসনের মধ্যে ৪টি আসন দখল করল আই পি এফ টি৷ ৭৭ টি আসনে জয়ী বামফ্রন্ট৷ বাইজালবাড়ীতে ৯টি আসনের মধ্যে প্রথমে আই পি এফ টি পেয়েছিল ৫টি এবং ৪ টি পেয়েছিল বামফ্রন্ট৷ কিন্তু পুনরায় গণনায় দাবি করে বামফ্রন্ট৷ আর তাতেই হিসেব পাল্টে যায়৷ দেখা যায় বামফ্রন্টের দখলে যায় ৫টি আসন এবং আই পি এফ টি’র দখলে যায় ৪ টি আসন৷ এনিয়ে উত্তেজনা দেখা দেয়৷ অপরদিকে তুলাশিখরে ২৩ টি আসনের মধ্যে বামফ্রন্টের দখলে গেল ২২টি আসন এবং ১টি আসন যায় আই পি এফ টি’র দখলে৷

জিরানিয়া আরডি ব্লকের সবকটি এডিসি ভিলেজই বামফ্রন্টের দখলে গেল৷ এই ব্লকের ২টি ভিলেজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে বামফ্রন্ট৷ আর নির্বাচন অনুষ্ঠিত হও?া ৪টি ভিলেজও যায় বামফ্রন্টের দখলে৷

প্রত্যাশামতোই  জিরানিয়া ব্লকের সবকটি এডিসি ভিলেজ বামফ্রন্ট প্রার্থীরা জয়ী হয়েছে৷ এই ব্লকে মোট ৬টি এডিসি ভিলেজ ছিল৷ সিট ছিল মোট ৪৬টি৷ এর মধ্যে ৩০টি সিটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয় বামফ্রন্ট প্রার্থীরা৷ অপরদিকে পশ্চিম বড়জলা এবং পয়চাঁন্দ বাড়ি এডিসি ভিলেজ  বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয় বামফ্রন্ট৷  ভোট হওয়া ১৬টি সিটের ফ লাফল ঘোষণা হয় এদিন৷ এই ১৬টি সিটেও জয়ী হয় বামফ্রন্ট প্রার্থীরা৷ ফলে বাবধবাড়ি, বিশ্রামবাড়ি, উত্তর জয়নগর এবং পশ্চিম দেবেন্দ্র নগর এই চারটি এডিসি ভিলেজও যায় বামফ্রন্টেরই অনুকূলে৷ এদিন জিরানিয়া আরডি ব্লকের বিডিও অনিরুদ্ধ রায় এই সংবাদ জানান৷ এদিকে, মান্দাই ব্লকের  ভোট গণনার কাজ চলছে৷ এই ব্লকে ২৬টি ভিলেজ কমিটির ১৯৮টি সিট রয়েছে৷ ফলাফল ঘোষণার কাজ শেষ হতে সন্ধ্যা গড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে৷ এখন পর্যন্ত  ৪৯টি সিটের গণনার কাজ শেষ হয়েছে৷ সবকটিতেই বামফ্রন্ট প্রার্থীরা জয়ী হয়েছেন৷ ফলাফলের গতিপ্রকৃতি দেখে অনুমান করা যাচ্ছে যে মান্দাই ব্লকে ১টি সিটও দখল করতে পারবে না বিরোধী দলগুলো৷

কল্যাণপুর ব্লক এলাকায় ৬টি এডিসি ভিলেজের মধ্যে ১টি ভিলেজ কমিটি হাতছাড়া  হয়েছে শাসক দল সিপিএমের৷ বাদবাকি ৫টিই দখলে রেখেছে শাসক দল৷ ভিলেজ কমিটি নির্বাচনে জয়ী হওয়ারসুবাদে কল্যাণপুর ব্লক এলাকায় আজ বিজয় মিছিল সংগঠিত হয়৷

কল্যাণপুর ব্লক এলাকার রূপরাই এডিসি ভিলেজটি আইপিএফটির দখলে গেছে৷ ৭টি আসনের মধ্যে ৫টি আসন পেয়েছে আইপিএফটি৷ ২টি আসনে জয়ী হয়েছে শাসক দল সিপিএম৷ রজনী সর্দার পাড়া ভিলেজ কমিটিতে সিপিএম পেয়েছে ৬টি এবং আইপিএফটি একটি আসন পেয়েছে৷ পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজ কমিটিতে সিপিএম ৯টি আসনেই জয়ী হয়েছে৷ পূর্ব ঘিলাতলী এডিসি ভিলেজে ৭টি আসনেই সিপিএম জয়ী হয়েছে৷ উত্তর ঘিলাতলী এডিসি ভিলেজে ৭টি আসনেই শাসক দল  সিপিএম জয়ী হয়েছে৷ নকশীরাই এডিসি ভিলেজর ৭টি আসনের সবকটিতেই সিপিএম প্রার্থীরা জয়ী হয়েছে৷

কল্যাণপুর ব্লক এলাকার এডিসি ভিলেজগুলিতে শাসক দলের বিপুল জয়ের পর বিজয় উল্লাসে মেতে উঠেন দলীয় কর্মী সমর্থকরা৷ ব্যান্ডের তালে তালে, লাল আবিরে রাঙিয়ে বিজয় মিছিলে  উত্তাল হয়ে উঠে গোটা এলাকা৷ বিজয় মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷  সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার বলেন, বামফ্রন্ট সরকারের জনকল্যাণমূলক কাজের সুবাদেই জনগণ ভিলেজ কমিটি নির্বাচনে  বিপুল ভোটে জয়ী করেছেন৷ বিজয় মিছিলে অন্যান্যদের মধ্যে সামিল হল বিধায়ক মণীন্দ্র চন্দ্র দাস, বিভাগীয় নেতা প্রণব চক্রবর্তী, সুভাষ নাথ প্রমুখ৷

জম্পুইজলা ব্লকের ৩১টি ভিলেজ কমিটির ২৪৫টি আসনের মধ্যে ৫৭টি আসনে শাসক দল সিপিএম বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছে৷  ১৮৮টি আসনে ভোট গ্রহণ করা হয়৷ আজ গণনাও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে৷ সিপিএম ১৭৭টি আসনে এবং আইপিএফটি ১১টি আসনে জয়ী হয়েছে৷ শাসক দলের বিপুল জয়ে দলীয় কর্মী সমর্থকরা লাল আবিরে রাঙিয়ে দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন৷

চড়িলাম ব্লকের ১০টি এডিসি ভিলেজ কমিটির মধ্যে ১টি ভিলেজে বিনাপ্রতিদ্বন্দ্বতীতা সিপিএম আগেই জয়ী হয়েছে৷ ৯টি ভিলেজ কমিটির ৮২টি আসনের মধ্যে  ৩টি আসনে আইপিএফটি জয়ী হয়েছে৷ বাকি ৭৯টি আসনে জয়ী হয়েছে সিপিএম৷ সবমিলিয়ে চড়িলাম ব্লকের ১০টি এডিসি ভিলেজই শাসক দলের দখলে গেছে৷

এদিকে, উদয়পুরের তিনটি ব্লকের ভোট গণনায় দেখা গিয়েছে কিল্লা ব্লকে পাঁচটি ভিলেজ কমিটির ৩৭টি আসনের মধ্যে ২৯ টি সিপিএম, ৫টি আইপিএফটি এবং ৩টি আইএনপিটি পেয়েছে৷ মাতাবাড়ি ব্লকের ১২টি ভিলেজ কমিটির ৮৮টি আসনের মধ্যে ৭৭টি সিপিএম, ৭টি আইএনপিটি, ২টি আইপিএফটি এবং ২টি নির্দল  পেয়েছে৷ অন্যদিকে কিল্লা ব্লকের ১১টি ভিলেজ কমিটির  ১২৬টি আসনের মধ্যে ১০৬ টি আসন পেয়েছে সিপিএম এবং ২০টি আসন পেয়েছে বিরোধী দলগুলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *