কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার শেষমেশ খারিজ হয়ে য়ায় মদনের জামিনের আর্জি| ফের আদালতে ধাক্কা মদনের| প্রভাবশালীর তত্ত্বে ফের মদনের জামিনের আর্জি খারিজ করল আলিপুর আদালত| আদালত বলেছে, মদনের বিরুদ্ধে যে অভিযোগ তা গুরুতর| এর সঙ্গে সমাজের বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে| এই মামলার তদন্ত চলছে, পরিস্থিতির কোনও বদল হয়নি| ফলে জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত|
শুক্রবার আলিপুর জেলা ও দায়রা আদালতে মামলার শুনানি চলাকালীন বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, যদি ২-৩ বার সিবিআইয়ের কাছে মদন মিত্রর হাজিরার ব্যবস্থা করা যায়, তাহলে আপনাদের বক্তব্য কী? এর পরও প্রভাবশালী তত্ত্ব খাড়া করে জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী বলেন, মদন মিত্র এতটাই প্রভাবশালী যে, পদত্যাগ করার পরেও তাঁর ইস্তফাপত্র গৃহীত হয় না| অন্যদিকে, প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর আইনজীবী বলেন, সিবিআই এখনও পর্যন্ত তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি, তাই তাঁকে জামিন দেওয়া হোক|
2016-02-27