নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির পাটিয়ালা হাউসকোর্টে পুলিশের সামনেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত ছাত্রনেতা কানহাইয়া কুমারকে নিগ্রহ করতে দেখা গিয়েছিল ৩ আইনজীবীকে| খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিকরা| অভিযুক্ত ৩ আইনজীবী হলেন, বিক্রম সিং চৌহান, যশপাল সিং এবং ওম শর্মা| এভাবে প্রকাশ্যে মারধরের পরেও কেন ওই ৩ আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
শুক্রবার তিন আইনজীবী বিক্রম সিং চৌহান, যশপাল সিং এবং ওম শর্মাকে নোটিস পাঠিয়ে জানতে চাইল সুপ্রিম কোর্ট| পাশাপাশি, এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়ে দিল্লি পুলিশ এবং কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট| পরবর্তী শুনানি ৪ মার্চ|
চলতি মাসের ১৫ এবং ১৭ তারিখ পাটিয়ালা হাউসকোর্ট চত্বরে কানহাইয়াকে নিগ্রহের অভিযোগ ওঠে ৩ আইনজীবীর বিরুদ্ধে| তাঁদের বিরুদ্ধে স্বতঃপ্রবৃত্ত হয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বুধবার সুপ্রিম কোর্টে আবেদন করেন এক আইনজীবী| মামলাটির দ্রুত শুনানি চেয়ে আবেদন করেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ| তার পরেই মামলা শুনতে রাজি হয় সুপ্রিম কোর্ট|
2016-02-27