কানসাস, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত হল আমেরিকা| মিশিগানে ঘটনার রেশ কাটতে না কাটতেই এলোপাথাড়ি গুলি চলল আমেরিকার কানসাসে| এলোপাথাড়ি গুলি ছুড়ে ৪ জনকে খুন করল এক কর্মী| আহত হয়েছেন প্রায় ২০ জন| হার্ভে কাউন্টি শেরিফ টি ওয়াল্টন জানিয়েছেন, শেরিফ অফিসে কর্মরত ৩৮ বছর বয়সি সেডরিক ফোর্ড তিনটি জায়গায় এলোপাথারি গুলি চালানোর পর হেস্টনে নিজের অফিসে ঢুকেও হামলা চালায়| আততায়ীকে কোনওভাবেই থামাতে না পেরে গুলি করতে বাধ্য হয় পুলিশ| গুলিতে বন্দুকবাজের মৃতু্য হয়|
শেরিফ ওয়াল্টন জানিয়েছেন, `যা হয়েছে, তা খুবই দুঃখজনক| এই ঘটনা চলতে থাকলে আরও অনেককে শোকাহত হতে হত|’ বৃহস্পতিবার প্রথমে নিউটনে এক ট্রাকচালকের কঁাধে গুলি চালায় সেডরিক ফোর্ড| এরপর তঁার অফিস যাওয়ার পথে রাস্তায় একজন পথচারীর পায়ে গুলি চালায়| ভিশা ক্রিস্টি হাসপাতালের তরফে জানানো হয়েছে, আহতদের মধ্যে পঁাচ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক|
2016-02-27