নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ আমতলী থানাধীন কাঁঠালতলীর রবীন্দ্রনাথ ক্লাব এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে মারপিটকে কেন্দ্র করে এক মহিলা সহ দুই ব্যক্তি আহত হয়েছেন৷ সংশ্লিষ্ট ঘটনাটি আমতলী থানায় জানানো সত্ত্বেও অভিযুক্তরা এলাকায় বুক ফুলিয়ে ঘুরছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
পুরানো বিবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মারপিটের ঘটনায় এক মহিলা সহ দুই ব্যক্তি আহত হয়েছেন৷ বুধবার বিকেলে আমতলী থানাধীন কাঁঠালতলীর রবীন্দ্রনাথ ক্লাব সংলগ্ণ এলাকায় এই ঘটনাটি ঘটে৷ প্রাপ্ত সংবাদে প্রকাশ পুরানো বিবাদকে কেন্দ্র করেই বুধবার বিকেলে কাঁঠালতলী রবীন্দ্রনাথ ক্লাব এলাকার কমল দাস ওরফে রাজু মদমত্ত হয়ে প্রতিবেশী স্বপন দাসের ছেলে সুব্রত দাসকে মারার উদ্দেশ্যে তার বাড়িতে যান৷ এই সময় সুব্রত বাজারে ছিলেন৷ সুব্রতকে না পেয়ে সুব্রতর মা সন্ধ্যা দাসকে এলোপাথারি কিল, চড় ও লাথি মারতে থাকে৷ এর আগে সন্ধ্যা দাসের ছোট ছেলেকেও প্রচন্ড মারধর করে কমল দাস ওরফে রাজু৷
এই ঘটনায় সন্ধ্যা দাস গুরুতর আহত হন৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিন জিবি হাসপাতালে আহত সন্ধ্যা দাসের বড় ছেলে সুব্রত দাস এ ঘটনা জানান৷
এদিন আহত সন্ধ্যা দাসের বড় ছেলে সুব্রত দাস জানান, কাঁঠালতলীর রবীন্দ্রনাথ ক্লাব এলাকার কাজল কান্তি দাসের গুণধর পুত্র কমল দাস ওরফে রাজুর বিরুদ্ধে আমতলী থানায় অভিযোগ জানানো হয়৷ কিন্তু কাজল কান্তি দাসের গুণধর পুত্র রাজু সংশ্লিষ্ট এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে৷ সন্ধ্যা দাসের গোটা পরিবারকে কেটে বস্তায় ঢুকিয়ে ড্রেইনে ফেলে রেখে দেবে বলেও হুমকি দিচ্ছে এলাকার কুখ্যাত কমল দাস ওরফে রাজু৷ এই রাজুর নামে পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে৷
2016-02-19

