নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ সাতসকালে বিদ্যালয়ে যাওয়ার পথে আই পি এফ টি দলের সমর্থকদের হামলার মুখে প্রান নাশের হুমকি৷ সাহাসিকতার পরিচয় দিয়ে প্রাণ নিয়ে ছুটে আসতে সক্ষম হন প্রত্যন্ত জনপদ রুপরাই উপজাতি গ্রাম থেকে কল্যানপুরে৷ আই পি এফ টি দলের এই কর্মকান্ডের সাথে কল্যানপুর সহ সারা রাজ্যেই নিন্দার ছি, ছি, রব৷ যারা নির্বাচনী ভোট বিতরনী পার হতে শান্তি আর উন্নয়নের জন্য বাড়ী বাড়ী ভোট ভিক্ষা চান তারই উল্টো পথে আই পি এফ টি দলের সমর্থকদের দ্বারা এই কুকর্ম৷ ভোটের আগেই জড়িয়ে যাচ্ছে মামলায়৷
ঘটনা কল্যানপুর থানা এলাকার রুপরাই এস বি সুকলে যাওয়ার সময় সকাল ৬-৩০ মিনিটে এই ঘটনা৷ শিক্ষক হরেন্দ্র দেববর্মা অভিযোগ করে জানায় প্রতিদিনের মত আজও সাতসকালে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলে রুপরাইএর কাছাকাছি পৌঁছলে আই পি এফ টি এর দীপংকর দেববর্মা ডেকে এনে দা দিয়ে আঘাত করতে চায় এবং কারন বলতে থাকে যে তিনি নাকি সি পি আই এম এর সমর্থক, সুষ্ট বিচারের আশায় কল্যানপুর কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এক ডেপুটেশনের মধ্য দিয়ে থানায় দীপংকরের বিরুদ্ধে মামলা করা হয়৷ কল্যানপুর থানার বড়বাবু শান্তি ভূষন ভূঞাঁর কাছে আবেদন করে জানান তার যেন কঠোর শাস্তি প্রদান করা হয়৷ নেতৃত্বে ছিলেন কল্যানপুর কর্মচারী সংগঠনের নেতা শান্তি রঞ্চন দত্ত, কালিপদ দেব, লক্ষ্মী দেববর্মা সহ অনেকে৷ এদিকে, রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গিয়েছে৷
2016-02-18