ভিলেজ ভোট, ছুটি ঘোষণা

election-websiteনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুযারি৷৷ ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারী রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকার অধিগৃহীত সংস্থাগুলির কর্মীদের সবেতন ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মহাকরণ সূত্রে জানা গেছে৷
ত্রিপুরা উপজাতি এলাক স্ব-শাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৩ ফেব্রুয়ারী, ২৪ ফেব্রুয়ারী এবং ২৭ ফেব্রুয়ারী ২০১৬ পশ্চিম জেলায় ড্রাই ডে হিসাবে ঘোষনা করা হয়েছে৷ এই দিনগুলিতে পশ্চিম জেলার সমস্ত খুচরো বিদেশী এবং দেশী মদের দোকান বন্ধ থাকবে৷ ত্রিপুরা এক্সসাইজ এ্যাক্ট ১৯৮৭-র ২৪ নং ধারার ১নং উপধারা ও ত্রিপুরা এক্সসাইজ রুলস ১৯৯০-র ১৭৪-এ(ক) ধারা অনুযায়ী পশ্চিম জেলার জেলা শাসক তথা আবগারী সমাহর্তা এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *