নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ ফেব্রুয়ারি৷৷ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজে গড়িমসি৷ জনতার রাস্তা অবরোধ৷ ঘটনা কদমতলা এলাকার রাজনগরে৷ কদমতলা থেকে রাণীবাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা৷ পথ চলাচলে যাত্রী দুর্ভোগ৷ ক্ষুব্ধ জনতা আজ সকাল দশটা থেকে রাজনগর বাজার এলাকাতে পথ অবরোধ করে৷ কিন্তু বেলা ১টায় ঘটনাস্থলে আসেন এসডিএম পিডব্লিউডি, ডিসিমে অসিত দাস প্রজেক্ট ম্যানেজার দেবাশিষ চক্রবর্তী, কদমতলা থানার এসআই শঙ্কর দাস সহ পদস্থ প্রশাসনিক আধিকারিকগণ৷ প্রায় আড়াই থেকে তিনশো স্থানীয় জনগণ পথ অবরোধে সামিল হয়৷ ফলে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে৷ যাত্রীদের দূর্ভোগ ও পোহাতে হয়৷ টানা তিনঘন্টা পথ অবরোধের পর ডিসিএম সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকগণ আলোচনাক্রমে বিক্ষোব্ধ পথ অবরোধকারী জনতাকে আশ্বস্ত করেন যে, খুব শীঘ্রই কদমতলা রাণীবাড়ি সড়কটির সংস্কারের কাজ শুরু করা হবে৷ সে আশ্বাসে আশ্বস্ত হয়ে স্থানীয় জনগণ পথ অবরোধমুক্ত করেন৷ তবে অবরোধকারী জনতার দাবি যদি সংশ্লিষ্ট দপ্তর শীঘ্রই মেরামতের কাজে হাত না লাগায়, তাহলে তীব্র আন্দোলন গড়ে তুলবে৷ পাশাপাশি জনগণ আরো অভিযোগ করে যে, গত কে বৎসর পূর্বে পিডব্লিউডি এই কাজে হাত লাগায়৷ কিন্তু কাজে হাত লাগানোর এক মাস পর মেরামতের কাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট দপ্তর৷ আর তাতে এই পথ চলাচলের অপযোগী হয়ে পড়ে৷ স্থানীয় জনগণ বেশ কয়েকবার কাজের কন্ট্রেক্টার শঙ্কর চৌদুরী ও প্রজেক্ট ম্যানেজার দেবাশিষ চক্রবর্তীর সাথে কথাও বলেন৷ কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি৷ কদমতলা থেকে রাণীবাড়ি পর্যন্ত রাস্তাটির জরাজীর্ণতার কারণে অনেক দুর্ঘটনা সংগঠিত হয়েছে৷ তাই নিরূপায় হয়ে রাজনগর বাজারের স্থানীয় জনগণ আজ কদমতলা রাণীবাড়ি সড়ক অবরোধ করেন৷ স্থানীয় জনতার অভিযোগ ক্ষমতাশালী কন্ট্রেক্টার শঙ্কর চৌধুরীর খামখেয়ালিপনার কারণে কদমতলা থেকে রাণীবাড়ি পর্যন্ত রাস্তার বেহালদশা৷ আর দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণের৷
2016-02-18